মৌলভীবাজারের বড়লেখায় অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে চার রোহিঙ্গাসহ পাঁচজনকে আটক করা হয়েছে। রোববার (৬ নভেম্বর) ভোরে বড়লেখার কুমারশাইল সীমান্ত দিয়ে প্রবেশের সময় তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন: উখিয়া রোহিঙ্গা শিবিরের মো. রিয়াজ উদ্দিন (১৮), মো. সালমান (৩৫), আব্দুর রাজ্জাক (২৩), নুর কলিমা (১৬) এবং বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানার বাসিন্দ মো. রিয়াজ (২৩)।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়ারদৌস হাসান জানান, বড়লেখার উত্তর শাহবাজপুর ইউনিয়নের ফতেহবাগ চা বাগানের চৌমোহনায় ভোরে কয়েকজন ব্যক্তিকে সন্দেহজনক ঘোরাফেরা করতে দেখা যায়। এতে স্থানীয় লোকজনের সন্দেহ হয়। পরে তাদের সঙ্গে কথা বলে রোহিঙ্গা হিসেবে শনাক্ত করা হয়। পুলিশকে বিষয়টি জানালে তারা তাদের আটক করে থানায় নিয়ে যায়। পরে জিজ্ঞাসাবাদে রোহিঙ্গা শনাক্ত হলে তাদের কক্সবাজারের উখিয়ায় পাঠিয়ে দেয়া হয়।
তবে নাইক্ষ্যংছড়ির মো. রিয়াজকে আদালতে সোপর্দ করা হয়েছে।
আটক রোহিঙ্গারা পুলিশের কাছে স্বীকার করেছে, তারা কুমারশাইল সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছিল।
এ জাতীয় আরো খবর..