1. rashidarita21@gmail.com : bastobchitro :
অতিরিক্ত দামে চিনি বিক্রি, বরিশালে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা | Bastob Chitro24
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১২:৩৬ অপরাহ্ন

অতিরিক্ত দামে চিনি বিক্রি, বরিশালে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

ঢাকা অফিস
  • আপডেট টাইম : রবিবার, ২৩ অক্টোবর, ২০২২

বরিশালে অতিরিক্ত দামে খোলা চিনি বিক্রি ও মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ৫টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

রোববার (২৩ অক্টোবর) দুপুরে নগরীর সাগরদী বাজারে অভিযান চালিয়ে ওই ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক অপূর্ব অধিকারী জানান, মূল্য তালিকা প্রদর্শন না করা ও সরকার নির্ধারিত মূল্যের থেকে অতিরিক্ত দামে খোলা চিনি বিক্রি করার অপরাধে ৫টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে বরিশাল ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক সাফিয়া সুলতানা এবং জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শাহ শোয়াইব মিয়া উপস্থিত ছিলেন।
আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।

এ সময় স্থানীয়দের মাঝে ভোক্তা অধিকার আইন সংক্রান্ত লিফলেট বিতরণ করা হয়। জনস্বার্থে বাজার তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে বলেও জানান সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
প্রযুক্তি সহায়তায়: রিহোস্ট বিডি