অনেকেই শখ করে বাড়িতে অনেক প্রাণী পোষেন। কিন্তু সেসব প্রাণীর মধ্যে কোয়েলের নাম কি কেউ ভেবে দেখেছেন?
বাড়িতে কোয়েল পাখি পোষার অনেক সুবিধা রয়েছে। আকৃতিতে বেশ ছোট হওয়ায় খুব অল্প জায়গায়ই এ পাখিটিকে পোষা যায়।
কোয়েল পাখির আদি নিবাস জাপান। এ জন্য এ পাখিকে জাপানিজ কোয়েল পাখিও বলা হয়ে থাকে। এই পাখি দেখতে সুন্দর না হলেও এর ডিম এবং মাংস খুব সুস্বাদু, সেই সঙ্গে পুষ্টিকরও।
অর্থনৈতিক দিক দিয়ে এ পাখি পোষা অনেক লাভজনক। কারণ, একটি কোয়েল পাখি সাত সপ্তাহের মধ্যেই ডিম পাড়তে শুরু করে।
বিভিন্ন জাতের পাখির মধ্যে ফারাও প্রজাতির কোয়েল পাখি সবচেয়ে উন্নত। তবে ফারাও ছাড়া অন্য প্রজাতির কোয়েলও লাভজনকভাবে বাড়িতে পুষতে পারেন।
এদের ডিম পাড়ার হার অনেক বেশি। বছরে প্রায় ৩০০টির মতো ডিম পাড়ে এসব পাখি। মুরগির তুলনায় এসব পাখি বেশি সময় বাঁচে। এদের রোগবালাইও অনেক কম হয়। পোষার খরচও তাই অনেক কম।
কোয়েলকে কোনো টিকা দিতে হয় না এবং কৃমির ওষুধ খাওয়াতে হয় না। এদের ডিমের কুসুমের পরিমাণ অন্যান্য পোলট্রির ডিমের তুলনায় বেশি। তাই বাজার থেকে ডিম কিনে না এনে বাড়িতেই কোয়েল পাখি পুষে ডিমের চাহিদা মেটাতে পারেন।