বাগেরহাটের মোংলায় ৩৬ কেজি হরিণের মাংসসহ এক শিকারিকে আটক করেছে কোস্ট গার্ড। এই শিকারি একটি ব্যাগে করে মাংস শহরে পাচার করছিলেন।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দুপুরে কোস্ট গার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্য জানান।
তিনি জানান, গত সোমবার (১২ ডিসেম্বর) রাত আনুমানিক ২টার দিকে কোস্ট গার্ড সদস্যরা মোংলা ও সুন্দরবন সংলগ্ন বানিয়াশান্তা বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন এক মোটরসাইকেল আরোহীকে থামার জন্য বলা হলে তিনি না থেমে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে কোস্ট গার্ড সদস্যরা তাকে ধাওয়া করে আটক করে। এ সময় তার মোটরসাইকেলের পেছনে থাকা ব্যাগ থেকে ৩৬ কেজি হরিণের মাংস জব্দ করা হয়।
আটক ব্যক্তির নাম মো. আজিজুল গাজী (৩৮)। তিনি খুলনা জেলার দাকোপ থানার আমতলা গ্রামের বাসিন্দা।
কমান্ডার আব্দুর রহমান বলেন, জব্দ হরিণের মাংসসহ আটক ব্যক্তিকে বন্যপ্রাণী হত্যা ও ক্রয়-বিক্রয়ের অপরাধে অভিযুক্ত করে ডাংমারি বন অফিসে হস্তান্তর করা হয়েছে।