দেশের অন্যতম পাইকারি কাপড়ের হাট নরসিংদীর শেখেরচর বাবুরহাট। ছোট রুমাল থেকে শুরু করে মাথার টুপি শাড়ি, লুঙ্গিসহ সব ধরনের কাপড় পাওয়া যায় এ বাজারে। তবে এবার হাটে সব ধরনের কাপড়ের দাম বেড়েছে বলে অভিযোগ পাইকারি ক্রেতাদের।
রোজার শুরুতেই ক্রেতা-বিক্রেতাদের হাকডাকে মুখর দেশের অন্যতম পাইকারি কাপড়ের বাজার নরসিংদীর শেখেরচর বাবুরহাট। দেশি-বিদেশি প্রায় সব ধরনের কাপড় মেলে এই বাজারে। ঈদ উপলক্ষে ক্রেতাদের চাহিদা অনুযায়ী দোকানগুলোতে নতুন ডিজাইনের পোশাকের পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা।
দেশীয় বস্ত্রের প্রায় ৭০ ভাগ কাপড়ের চাহিদা পূরণ হয় এ বাজার থেকেই। তবে এবছর সব ধরনের কাপড়ের দাম বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগ পাইকারি ক্রেতাদের। তারা বলেন, প্রতি গজে দাম বেড়েছে ১০ টাকা। এছাড়া লুঙ্গি, থ্রিপিস ও শাড়িতে দাম বেড়েছে ১০০ থেকে ১৫০ টাকা পর্যন্ত।