1. rashidarita21@gmail.com : bastobchitro :
বাবুরহাট পাইকারি বাজারে কাপড়ের দাম বেড়েছে | Bastob Chitro24
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ০৩:০৭ পূর্বাহ্ন

বাবুরহাট পাইকারি বাজারে কাপড়ের দাম বেড়েছে

ঢাকা অফিস
  • আপডেট টাইম : শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩

দেশের অন্যতম পাইকারি কাপড়ের হাট নরসিংদীর শেখেরচর বাবুরহাট। ছোট রুমাল থেকে শুরু করে মাথার টুপি শাড়ি, লুঙ্গিসহ সব ধরনের কাপড় পাওয়া যায় এ বাজারে। তবে এবার হাটে সব ধরনের কাপড়ের দাম বেড়েছে বলে অভিযোগ পাইকারি ক্রেতাদের।

রোজার শুরুতেই ক্রেতা-বিক্রেতাদের হাকডাকে মুখর দেশের অন্যতম পাইকারি কাপড়ের বাজার নরসিংদীর শেখেরচর বাবুরহাট। দেশি-বিদেশি প্রায় সব ধরনের কাপড় মেলে এই বাজারে। ঈদ উপলক্ষে ক্রেতাদের চাহিদা অনুযায়ী দোকানগুলোতে নতুন ডিজাইনের পোশাকের পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা।

দেশীয় বস্ত্রের প্রায় ৭০ ভাগ কাপড়ের চাহিদা পূরণ হয় এ বাজার থেকেই। তবে এবছর সব ধরনের কাপড়ের দাম বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগ পাইকারি ক্রেতাদের। তারা বলেন, প্রতি গজে দাম বেড়েছে ১০ টাকা। এছাড়া লুঙ্গি, থ্রিপিস ও শাড়িতে দাম বেড়েছে  ১০০ থেকে ১৫০ টাকা পর্যন্ত।

তবে সুতা, রঙ ও গ্যাসের দামসহ কাপড় উৎপাদনের খরচ বেড়ে যাওয়ায় বেচাকেনা কমেছে বলে দাবি ব্যবসায়ীদের। 
 
আর খুচরা বিক্রেতারা  জানান, বাজারে ঠিকমত পণ্য পাওয়া যাচ্ছে না। পাশাপাশি বেড়েছে দাম। এতে এ বাজার থেকে পণ্য কিনে খুচরা বাজারে বিক্রি করা অসম্ভব হয়ে উঠছে।
 
এদিকে রমজানজুড়ে প্রতি হাটে গড়ে ৩০০ থেকে ৪০০ কোটি টাকার বেচাকেনা হবে বলে আশা বণিক সমিতির।
 
নরসিংদী শেখেরচর-বাবুরহাট বণিক সমিতির সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান বলেন, রমজান এলে বাজারে বেচাকেনা জমজমাট হয়ে উঠে। তবে অন্যান্য সময় বেচাকেনা হয়না বললেই চলে।
 
বাজারে ছোটবড় মিলিয়ে সাড়ে ৫ হাজার দোকানে প্রায় ৫০ হাজার মানুষ কর্মরত রয়েছেন। সপ্তাহের বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত ৩ দিন চলে এই হাটের বেচাকেনা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
প্রযুক্তি সহায়তায়: রিহোস্ট বিডি