1. rashidarita21@gmail.com : bastobchitro :
ধূমপান ছাড়ার ৪ উপায় | Bastob Chitro24
শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৭:১৩ অপরাহ্ন

ধূমপান ছাড়ার ৪ উপায়

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট টাইম : শুক্রবার, ১০ মার্চ, ২০২৩

যারা দীর্ঘদিন ধরে ধূমপান করেন, তাদের পক্ষে হঠাৎ ধূমপান ছেড়ে দেয়া কঠিন হয়ে পড়ে। চিকিৎসকরা বারবার সতর্ক করছেন যে, সুস্থ জীবনযাপন করতে ধূমপানের অভ্যাস বাদ দিতে হবে। অনেকে আছেন যারা ধূমপান ছাড়তে চেয়েও পারছেন না। চলুন জেনে নেয়া যাক কোন কোন অভ্যাস ধূমপান ছাড়তে সাহায্য করে–

গবেষণা বলছে, আমিষ এবং মাংসজাতীয় খাবার খাওয়ার পরই মূলত ধূমপান বেশি উপভোগ্য হয়ে ওঠে। তাই ধূমপান ত্যাগ করতে চাইলে কিছু দিন বেশি করে ফলমূল ও শাকসবজি খেতে পারেন। এ ছাড়া নিয়মিত শরীরচর্চা করুন। বিশেষ করে যোগাসন, প্রাণায়ামের অনুশীলন বেশি করে করুন।

ধূমপানের অভ্যাস বদলে ফেলতে পারেন চকলেট খেয়ে। চকলেট বা চুইংগাম খাওয়ার অভ্যাস তৈরি হলে ধূমপানের আগ্রহ চলে যাবে।

অ্যালকোহল মিশ্রিত পানীয়, নরম পানীয়, চা বা কফি খাওয়ার পর অনেকে যোগ্য সংগত হিসেবে ধূমপান করে থাকেন। ধূমপানের অভ্যাস ত্যাগ করতে চাইলে প্রথমে এই ধরনের পানীয় এড়িয়ে চলুন।

যেকোনো অভ্যাস থেকে বেরোতে কিছুটা সময় লাগে। তবে নিজের চেষ্টায় ধূমপানের আসক্তি ত্যাগ করতে না পারলে অতি অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। তাদের পরামর্শে নিকোটিন রিপ্লেসমেন্ট থেরাপিরও সাহায্য নিতে পারেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
প্রযুক্তি সহায়তায়: রিহোস্ট বিডি