এমন বিশ্ব গড়ি, অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন ব্যক্তির প্রতিভা বিকশিত করি- এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে কুষ্টিয়ায় ১৫ তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকাল সাড়ে ১০টায় কুষ্টিয়া জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা সমাজসেবা অধিদপ্তরের (ভারপ্রাপ্ত) উপপরিচালক মুহাম্মদ মুরাদ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম। অনুষ্ঠানে বক্তব্য দেন অতিরক্ত জেলা প্রশাসক (সার্বিক) শারমিন আক্তার, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মৃণাল কান্তি দে, কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাধন কুমার বিশ্বাস, জেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য সংস্থার কর্মকর্তা শামীম হোসেন, শহর সমাজসেবা অফিসার জহিরুল ইসলাম, হাসপাতাল সমাজসেবা কর্মকর্তা মাহমুল হাসিব, কম্পন জেলা প্রতিবন্ধী ফেডারেশনের সভাপতি সোহেল রানা, বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসমা আনসারী, এনডিডি স্কুলের প্রধান শিক্ষক আফসানা বেগম ও আ: রাজ্জাক প্রমুখ। এসময় বক্তারা বলেন, প্রতিবন্ধীরা আমাদের সমাজের বোঝা নয়, তারা আমাদের সম্পদ ও অহংকার। তাদের অবহেলা নয় বরং সহায়তা করতে হবে। অটিজম ও প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি সমাজের ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি করতে হবে। অটিজম বিষয়ে এবং প্রতিবন্ধীদের অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং পরিবার ও সমাজের দৃষ্টিভঙ্গী বদলাতে হবে। বক্তারা আরও বলেন, একটি বৈষম্যহীন একীভূত সমাজ তৈরির লক্ষে উন্নয়নের মূলস্রোতধারায় সকলকে সম্পৃক্তকরণের মাধ্যমে আমরা একটি সুন্দর, সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারি। প্রতিবন্ধীদের কল্যাণে ও তাদের কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণে সরকারের পাশাপাশি দেশি বিদেশি সংস্থা, সুশীল সমাজ এবং বিত্তবানদের এগিয়ে আসতে হবে। ভিন্ন মানববৈচিত্রের অধিকারী এ জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করতে বর্তমান সরকার ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করছে। অনুষ্ঠানের শুরুতেই নীল বাতি প্রজ্জ্বলন করা হয়। পরে অনুদানের চেক প্রদান করেন জেলা প্রশাসক।