তুরস্কের পার্লামেন্টে মোবাইল ফোন ভাঙলেন এক আইনপ্রণেতা। সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া খবর ছড়ানো বন্ধে পার্লামেন্টে একটি বিতর্কিত বিল নিয়ে ক্ষোভ জানিয়ে এমন কাণ্ড করেন তিনি। বুরাক এরবে নামের ওই আইনপ্রণেতার মতে, এ আইনের জেরে বাক-স্বাধীনতা থাকবে না।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া খবর ছড়ানো বন্ধে প্রেস এবং সোশ্যাল মিডিয়া আইন সংশোধন করে তুরস্কের পার্লামেন্টে একটি বিতর্কিত বিল পাস হয়েছে। তবে বিলটি পাস হওয়ার আগে এর তীব্র বিরোধিতা করতে গিয়ে নিজের স্মার্টফোনটি হাতুড়ি দিয়ে ভেঙে ছুড়ে ফেলেন দেশটির বিরোধীদলীয় আইনপ্রণেতা বুরাক। তার অভিযোগ, বাক-স্বাধীনতা, মুক্তচিন্তার স্বাধীনতাকে প্রতিহত করতেই সরকারের এ পদক্ষেপ।
আইনপ্রণেতা বুরাক এরবের মোবাইল ভাঙার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
এ ঘটনার পর তিনি বলেন, ‘আপনার একটাই স্বাধীনতা। আর সেটি হলো আপনার মোবাইল ফোন। এতে আপনার ফেসবুক, ইউটিউবসহ নানা মাধ্যম আছে যোগাযোগের। পার্লামেন্টে এই বিল পাস হলে আপনার এ মোবাইল ফোন রাখার কোনো যৌক্তিকতাই নেই। একে ছুড়ে ফেলুন, এর আর প্রয়োজন নেই।’
তবে বিরোধীদলীয় আইনপ্রণেতার এমন কাণ্ড বিলটির পাস ঠেকাতে পারেনি। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের ক্ষমতাসীন দল এবং এর জাতীয়তাবাদী মিত্রদের ভোটে আইনটি অনুমোদিত হয়।