1. rashidarita21@gmail.com : bastobchitro :
কোভিড-১৯ চীনে বাড়ছে সংক্রমণ, সতর্ক অবস্থানে শঙ্কিত ভারত | Bastob Chitro24
শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৪:৫৭ অপরাহ্ন

কোভিড-১৯ চীনে বাড়ছে সংক্রমণ, সতর্ক অবস্থানে শঙ্কিত ভারত

ঢাকা অফিস
  • আপডেট টাইম : শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২

চীনে হু হু করে বাড়ছে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার হার। গবেষকরাও বলছেন, এই অবস্থা চলতে থাকলে দেশটিকে আক্রান্ত এবং মৃতের সংখ্যা-দুইই বাড়বে। চীনের এমন পরিস্থিতিতে বেশ শঙ্কিত প্রতিবেশি ভারত। একই সঙ্গে সতর্ক অবস্থানেও রয়েছে দেশটি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবর, ভারতে এখনো দ্রুত গতিতে করোনাভাইরাস ছাড়াচ্ছে এমন খবর পাওয়া যায়নি। তারপরও পূর্ব সতর্কতা হিসেবে দেশটিতে করোনা পরীক্ষার হার বাড়ানোর নির্দেশেনা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভাইরাসের জিনোম সিকুয়েন্স নিয়ে গবেষণা কার্যক্রম বাড়ানোর নির্দেশও দিয়েছেন তিনি। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) কোভিড-১৯ সংক্রান্ত একটি কমিটির বৈঠকে এই নির্দেশ দেন। মোদি বৈঠকে সাধারণ জণগনকে মাস্ক ব্যবহারের অনুরোধ করেন।

এদিকে, ভারতের কেন্দ্রীয় সরকার পরীক্ষা বাড়ানোর নির্দেশ দিলেও তার চেয়েও কড়া পদক্ষেপ নিতে যাচ্ছে দেশটির কর্ণাটকের রাজ্য সরকার। তারা এরই মধ্যে জানিয়েছে, খুব শিগগিরই রাজ্য খুব বেশি মানুষের সংস্পর্শে আসতে হয় এমন স্থান, এয়ারকন্ডিশনড কামরা এমনকি নিজ বাড়িতেও সবার জন্য মাস্ক পরা বাধ্যতামূলক করা হবে। কেবল তাই নয়, কর্ণাটক রাজ্য সরকার সর্দি-কাশির কোনো লক্ষণ দেখা দিলে তার জন্য পরীক্ষা বাধ্যতামূলক বলে ঘোষণা করেছে।

ভারতে করোনা আতঙ্কে বিরোধী দল কংগ্রেসের চলমান ‘ভারত জোড়ো যাত্রা’ কর্মসূচি বন্ধ করার আহ্বান জানিয়েছে দেশটির সরকার। কংগ্রেসের নেতা রাহুল গান্ধী ও রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটকে এ মর্মে একটি চিঠি দিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডবিয়। চিঠিতে তিনি ভারত জোড়ো যাত্রা’য় করোনাবিধি অনুসরণ করার অনুরোধ জানিয়েছেন। তা করা না গেলে আপাতত এই পদযাত্রা বন্ধ করা উচিৎ বলে মন্তব্য করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
প্রযুক্তি সহায়তায়: রিহোস্ট বিডি