1. rashidarita21@gmail.com : bastobchitro :
অশ্লীল ভিডিও ধারণ করে চাঁদাবাজি, নারীসহ আটক ৩ | Bastob Chitro24
সোমবার, ২০ মে ২০২৪, ০২:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিজেপি ৪০০ পার করলে, পাক অধিকৃত কাশ্মীর ভারতের অংশ হয়ে যাবে ডেঙ্গু নিয়ে মিথ্যাচার করছেন মেয়র তাপস: সাঈদ খোকন বাজারভিত্তিক সুদহারে হস্তক্ষেপের ইঙ্গিত বাংলাদেশ ব্যাংকের কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমী কালচারাল অফিসার সুজন রহমানের পারিবারিক সংগঠনের সন্ধান ১৩৯ উপজেলায় দলীয় প্রতীকহীন ভোট আজ সহিত্যিক মীর মোশাররফ স্কুলের প্রাচীর সংস্কার হচ্ছে অনেক কাঠখড় পুড়িয়ে। সরকারি মালিকানাধীন ২৮টি শিল্পপ্রতিষ্ঠান লোকসানে চলছে হজের ভিসায় নতুন বিধি-নিষেধ জারি গুণী শিক্ষক মোসা. আখতার বানুর অবসজনিত বিদায় অনুষ্ঠান রাজশাহী ইউনিভার্সিটি এক্স স্টুডেন্টস এসোসিয়েশনের ক্যাপ বিতরণ

অশ্লীল ভিডিও ধারণ করে চাঁদাবাজি, নারীসহ আটক ৩

ঢাকা অফিস
  • আপডেট টাইম : শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২

প্রতারণার ফাঁদে ফেলে অশ্লীল ছবি ও ভিডিও ধারণ করে চাঁদাবাজির অভিযোগে নারীসহ তিনজনকে গ্রেফতার করেছে র‌্যাব।

শুক্রবার (২৩ ডিসেম্বর) রাজধানী ঢাকা ও পটুয়াখালীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। শনিবার (২৪ ডিসেম্বর) সকালে এক সংবাদ সম্মেলনে র‌্যাব-৮-এর অধিনায়ক লেফটেন্যান্ট মো. শহিদুল ইসলাম এ তথ্য জানান।

আটকরা হলেন: সাকিব হাসান শুভ, নাহিদ হোসেন ও নাজমা বেগম। তারা সবাই পটুয়াখালীর বাউফল উপজেলার বাসিন্দা।
সংবাদ সম্মেলনে লেফটেন্যান্ট মো. শহিদুল ইসলাম জানান, পটুয়াখালী সড়ক ও জনপদ বিভাগের অবসরপ্রাপ্ত গাড়িচালক রফিকুল ইসলামের কাছ থেকে বিভিন্ন অজুহাতে চাঁদা দাবি করে আসছিল ওই তিনজনের প্রতারক চক্র। তবে টাকা দিতে অস্বীকার করলে গত ৬ অক্টোবর তাকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে অশ্লীল ছবি ও ভিডিও ধারণ করে অভিযুক্তরা। সেই ছবি ও ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে ১০ লাখ টাকা দাবি করে তারা। এ ছাড়া টাকা না দিলে তার ছেলেকে হত্যারও হুমকি দেয় অভিযুক্তরা।
পরে বাধ্য হয়ে ১০ অক্টোবর  দুই দফায় মোট ৮ লাখ টাকা দেন গাড়িচালক রফিকুল ইসলাম। একইসঙ্গে র‌্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পে অভিযোগ করেন তিনি। অভিযোগের তদন্ত শেষে শুক্রবার রাতে পটুয়াখালী ও ঢাকায় অভিযান চালিয়ে অভিযুক্তদের আটক করা হয়।

এ ঘটনায় মামলাসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও জানান র‌্যাব-৮-এর অধিনায়ক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
প্রযুক্তি সহায়তায়: রিহোস্ট বিডি