1. rashidarita21@gmail.com : bastobchitro :
জাতিসংঘের প্রথম ত্রাণ পৌঁছল সিরিয়ায় | Bastob Chitro24
শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ১২:০৪ অপরাহ্ন

জাতিসংঘের প্রথম ত্রাণ পৌঁছল সিরিয়ায়

ঢাকা অফিস
  • আপডেট টাইম : শুক্রবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৩

তুরস্ক ও সিরিয়ায় ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানার পর প্রথমবার জাতিসংঘের ত্রাণ সহায়তা উত্তর-পশ্চিম সিরিয়ায় প্রবেশ করেছে। খবর আল জাজিরার।

গত সোমবারের (৬ ফেব্রুয়ারি) ভূমিকম্পে তুরস্কের পাশাপাশি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় যুদ্ধবিধ্বস্ত সিরিয়াও। দেশটিতে ভূমিকম্পে এখন পর্যন্ত ৩ হাজার ৩৭৭ জন নিহত হয়েছেন। বোমাবর্ষণে বিধ্বস্ত দেশটি পড়েছে ভয়াবহ মানবিক সংকটে। চলছে উদ্ধারকাজ। তবে পর্যাপ্ত যন্ত্রপাতি এবং উদ্ধারকর্মীর অভাবে তা চলছে ধীরগতিতে।

খাদ্যসংকট দেখা দেয়ায় মানবেতর জীবনযাপন করছেন অনেকে। এ অবস্থায় বিশ্ব খাদ্য কর্মসূচির খাদ্য সহায়তা পৌঁছেছে সিরিয়ায়, যা ভূমিকম্পের পর দেশটিতে প্রথম জাতিসংঘের সহায়তা।

ভূমিকম্পের পর থেকে প্রায় কোনো বাইরের সাহায্য আসেনি যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায়। কারণ হিসেবে দেশটির গৃহযুদ্ধকেই দায়ী করছে আন্তর্জাতিক সম্প্রদায়।
বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সাহায্য নিয়ে জাতিসংঘের ছয়টি ট্রাক সিরিয়ায় প্রবেশ করে, যা ভূমিকম্পের পর দেশটিতে প্রথম জাতিসংঘের সহায়তা। এরই মধ্যে বিশ্ব খাদ্য কর্মসূচির অধীন যাওয়া খাদ্য সহায়তা বিতরণ করা হচ্ছে আলেপ্পো ও জিন্দেরেসের ভূমিকম্প-ক্ষতিগ্রস্তদের মধ্যে।

তবে কিছু অঞ্চলে যুদ্ধ চলার কারণে খাদ্য সহায়তা পৌঁছানো কঠিন হয়ে পড়ছে বলে জানিয়েছেন বিশ্ব খাদ্য কর্মসূচির প্রধান। 
এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদ্রোস আধানম গেব্রিয়াসুসের সিরিয়ার ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
প্রযুক্তি সহায়তায়: রিহোস্ট বিডি