1. rashidarita21@gmail.com : bastobchitro :
ভূমিকম্পের ৫২ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে আরেক শিশু উদ্ধার | Bastob Chitro24
শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ১১:১৯ পূর্বাহ্ন

ভূমিকম্পের ৫২ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে আরেক শিশু উদ্ধার

ঢাকা অফিস
  • আপডেট টাইম : বুধবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৩

এবার ভূমিকম্পের ৫২ ঘণ্টা পর আরেকটি শিশু উদ্ধার করা হয়েছে। কয়েক ঘণ্টার চেষ্টার পর বুধবার (৮ ফেব্রুয়ারি) তুরস্কের সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা হাতায় শহরে আনুমানিক ছয় বছর বয়সী ওই শিশুটিকে ভবনের ধ্বংসস্তূপ থেকে বের করতে আনতে সক্ষম হন উদ্ধারকারীরা।

উদ্ধারের পর ইজিত চাকমাক নামের ওই শিশুটিকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেয়া হয়েছে। পুরো ঘটনার বেশ কিছু ছবি ও ভিডিও গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো ভাইরাল হয়েছে।

এর আগে তুরস্কে ভূমিকম্পে বিধ্বস্ত একটি ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে ৪ বছরের এক মেয়েকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়। ভূমিকম্পের ৩৩ ঘণ্টা পর শিশুটিকে উদ্ধার করেন উদ্ধারকর্মীরা। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) আল জাজিরার প্রতিবেদনে উঠে আসে এ তথ্য।

একই ধরনের শিশু উদ্ধারের ঘটনা দেখা গেছে সিরিয়াতেও। স্মরণকালের ভয়াবহ এ ভূমিকম্পে বিধ্বস্ত হয়েছে গ্রাম ও শহর। সে রকমই বিধ্বস্ত এক গ্রাম সিরিয়ার হারাম অঞ্চলের বেসনায়া-সেনিয়েহ। উত্তর সিরিয়ার এই গ্রামটিতে ভবন ধসে আটকা পড়েছিল দুই শিশু। ৩৬ ঘণ্টা পর ওই দুই শিশুকে উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা।

এদিকে তুরস্কে সংঘটিত ৭.৮ মাত্রার ভূমিকম্পে নিহতের সংখ্যা রেকর্ড গড়ার দিকে যাচ্ছে। এরই মধ্যে তুরস্ক ও সিরিয়া দুই দেশ মিলে নিহতের সংখ্যা ৯ হাজার ছাড়িয়েছে। তৃতীয় দিনের মতো উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা তুরস্ক ও সিরিয়া কর্তৃপক্ষের বরাত দিয়ে নিহতের সংখ্যা নিশ্চিত করেছে। খবরে বলা হয়, তুরস্কে নিহত হয়েছেন ৭ হাজার ১০৮ জন, আর সিরিয়ায় নিহত হয়েছেন ২ হাজার ৫৩০ জন।

ভূমিকম্পে তুরস্কের সবচেয়ে ক্ষতিগ্রস্ত ১০টি শহরে ৯০ দিনের জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। এছাড়া মৃতদের স্মরণে ঘোষণা করা হয়েছে ৭ দিনের জাতীয় শোক। ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলো পরিদর্শনে যাচ্ছেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

এর আগে, ১৯৯৯ সালে আঘাত হানা ৭.৪ মাত্রার এক ভূমিকম্পে তুরস্কে ১৭ হাজার মানুষ প্রাণ হরায়। আর আহত হয় ৩৩ হাজারের বেশি মানুষ। এবার এরই মধ্যে আহতের সংখ্যা ৩৩ হাজার ছাড়িয়ে গেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
প্রযুক্তি সহায়তায়: রিহোস্ট বিডি