1. rashidarita21@gmail.com : bastobchitro :
গুজরাটে রেকর্ড গড়ার পথে বিজেপি | Bastob Chitro24
শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৪:৩৪ অপরাহ্ন

গুজরাটে রেকর্ড গড়ার পথে বিজেপি

ঢাকা অফিস
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২

সর্বশক্তি দিয়ে ভারতের গুজরাট নির্বাচনের প্রচারণা চালিয়েছিল বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একাই ৫০ কিলোমিটার রোড শো করেছেন। তার ফলাফল হাতেনাতে পেল ভারতের কেন্দ্রে থাকা এই দল।

গুজরাট নির্বাচনের সবশেষ ফলাফলে ১৮২  আসনবিশিষ্ট গুজরাট বিধানসভায় বিজেপি এগিয়ে রয়েছে ১৫৭টি আসনে। তাদের প্রাপ্ত ভোটের হার ঘোরাফেরা করছে ৫৫ শতাংশের আশপাশে। বিজেপির এত বছরের চ্যালেঞ্জার কংগ্রেস এগিয়ে মাত্র ১৬ আসনে। খরগপুর আইআইটির ছাত্র দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের দল আম আদমি পার্টি (আপ) এগিয়ে মাত্র ৫ আসনে।

২০০২ সালে বিজেপি সবচেয়ে ভালো ফল করেছিল। ওই সময় তারা পেয়েছিল ১২৭ আসন। সবশেষ ২০১৭ সালে পায় ৯৯ আসন। এবার গুজরাট রাজ্য বিধানসভা ভোটের ইতিহাসে নতুন রেকর্ড গড়ার পথে এগিয়ে চলছে বিজেপি। এর আগে ১৯৮৫ সালের এ বিধানসভা নির্বাচনে কংগ্রেস জিতেছিল ১৪৯ আসন।  
 
তবে হিমাচল প্রদেশে এগিয়ে কংগ্রেস। ঐতিহ্য অনুযায়ী প্রতি ৫ বছর পর পর এই রাজ্যে শাসক দলের পরিবর্তন হয়। সেক্ষেত্রে ক্ষমতাসীন বিজেপির হেরে যাওয়ারই কথা। তবে রাজ্য কংগ্রেসের অভ্যন্তরীণ কোন্দলে কিছুটা শঙ্কা ছিল। সেই শঙ্কা কাটিয়ে ক্ষমতার নেয়ার পথে কংগ্রেসে। ৬৮ আসনবিশিষ্ট এ বিধানসভায় কংগ্রেস এগিয়ে ৩৯ আসনে, বিজেপি ২৬টিতে। আম আদমি পার্টি কোনো আসন পাবে না বলেই মনে হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
প্রযুক্তি সহায়তায়: রিহোস্ট বিডি