সমর নাকি ভালোবাসা,
কোনটা চাও প্রিয়?
তোমার এক হাতে দিলাম উন্মুক্ত ধারালো তরবারি,
অন্য হাতে দিলাম কাঁটাওয়ালা লাল গোলাপ।
তুমি গোলাপটিকে টুকরো করবে?
নাকি কাঁটার আঘাত সহ্য করে ঘ্রাণ নিবে,
শ্বাস টেনে বুক ভরে?
নাকি তরবারি দিয়ে ছোটাবে রক্তের স্রোত,
মেটাবে ক্রোধ প্রতিশোধ শোধ হলির উল্লাস,
ত্রাস ভাবো, বলো, কি চাই তোমার?