প্রিয়দর্শিনী চিত্রনায়িকা মৌসুমী অসংখ্য জনপ্রিয় সিনেমায় অভিনয় করে মুগ্ধ করেছেন ভক্তদের। বৃহস্পতিবার (৩ নভেম্বর) ছিল তার জন্মদিন। জন্মদিনে সাধারণত তিনি নিজে কোনো আয়োজন করেন না। তবে এবার মৌসুমী ফ্যান ক্লাব দারুণ এক আয়োজন করে। ভক্তরা মৌসুমীকে চমক দেয়ার জন্য উত্তরার একটি বড় রেস্তোরাঁয় আয়োজন করেন। সেখানে সন্ধ্যা ৭টায় হাজির হন প্রিয়দর্শিনী।
তখন ফ্যান ক্লাবের সদস্যরা তাকে ফুল দিয়ে বরণ করেন। অনুষ্ঠানে মৌসুমীর বিভিন্ন সময়ের সিনেমার গান দিয়ে সাজানো একটি ভিডিওচিত্র মৌসুমীকে দেখান এবং সবশেষে মৌসুমীকে নিয়ে বিশাল এক কেক কাটেন। পুরো আয়োজন নিয়ে মৌসুমী বলেন, ‘এভাবে এমন একটি অনুষ্ঠানের আয়োজনের মধ্য দিয়ে বুঝতে পারলাম দর্শক-ভক্ত আমাদের কতটা ভালোবাসেন। ভক্তরা আমাদের স্বজনও বটে। আমি ফ্যানক্লাবের সব সদস্য ও প্রবাসে থাকা তানজিনা সুলতানাসহ অন্যদের বিশেষ ধন্যবাদ জানাচ্ছি।
অনুষ্ঠান শেষে উপস্থিত ফ্যানরা মৌসুমীকে ফুলসহ নানা উপহার দেয়ার পাশাপাশি মৌসুমী অভিনীত গান থেকে নাচ পরিবেশন করেন। এ সময় সাংবাদিক কামরুজ্জামান মিলু, রুহুল আমিন ভূঁইয়া, মুহিব আল হাসান এবং ফ্যান ক্লাবের পক্ষ থেকে রোজ, শিল্পী ইসলাম, হায়দার, ফেন্সী, জেসমিন, শিরিন, আফিয়া, উজ্জ্বল, মাসুদ, ফিরোজ মধু, প্রিন্স রাব্বী, সাইদুল, নবীন, প্রিন্স, জয়শ্রী, জাহাঙ্গীর, তাসলিমা মান্নান, কামাল খানসহ অনেক ফ্যানের সঙ্গে প্রিয়দর্শিনী মৌসুমীর দারুণ সময় কাটে।