1. rashidarita21@gmail.com : bastobchitro :
পশ্চিমবঙ্গে বন্দিদশায় ৪৫ বাংলাদেশি জেলে | Bastob Chitro24
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০২:২৩ অপরাহ্ন

পশ্চিমবঙ্গে বন্দিদশায় ৪৫ বাংলাদেশি জেলে

ঢাকা অফিস
  • আপডেট টাইম : বুধবার, ২৬ অক্টোবর, ২০২২

সামুদ্রিক ঝড়ের কবলে পড়ে দিগ্ভ্রান্ত একদল বাংলাদেশি জেলে গেল তিন মাস ধরে পশ্চিমবঙ্গের কয়েকটি আশ্রয়কেন্দ্রে বন্দিদশায় রয়েছেন। ঘূর্ণিঝড় সিত্রাংয়ের আঘাতে তাদের অনেকেই হারিয়েছেন ঘরবাড়ি। এতে একদিকে যেমন অনিশ্চয়তা দেখা দিয়েছে তাদের দেশে ফেরা নিয়ে, তেমনি উদ্বেগ-উৎকণ্ঠায় রয়েছেন তাদের পরিবারের সদস্যরাও।

কলকাতা থেকে প্রায় ১২৫ কিলোমিটার দূরে দক্ষিণ ২৪ পরগনা জেলার কাকদ্বীপ মহকুমার বুদ্ধপুর গ্রাম। সেখানকার স্থানীয় কয়েকটি আশ্রয়কেন্দ্রে বন্দিদশায় রয়েছেন অন্তত ৪৫ বাংলাদেশি জেলে। তিন মাস পার হলেও দেশে ফিরতে পারেননি কেউ।

এমন খবর পেয়ে সরেজমিনে যায় সময় সংবাদ। ক্যামেরা দেখেই আটকেপড়া জেলেদের অনেকেই ভেঙে পড়েন কান্নায়। জানান, ঘূর্ণিঝড় সিত্রাংয়ে ধ্বংস হয়ে গেছে তাদের অনেকের ঘরবাড়ি। পরিবারের একমাত্র কর্মক্ষম ব্যক্তি হয়েও বর্তমানে তারা ভারতে বন্দি। বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও মিলছে না তেমন কোনো সাহায্য-সহযোগিতা।

১৭ আগস্ট বঙ্গোপসাগরে ইলিশ মাছ শিকার করতে গিয়ে সামুদ্রিক ঝড়ে ভেসে যান বাংলাদেশি এই জেলেরা। পরে স্থানীয় জেলেদের সহায়তায় তাদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় পশ্চিমবঙ্গের কয়েকটি আশ্রয়কেন্দ্রে। যেহেতু প্রাকৃতিক দুর্যোগের কারণেই তারা ভারতের জলসীমায় প্রবেশ করেছেন, সে জন্য স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও তাদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেয়া হয়নি।

কিন্তু তা সত্ত্বেও কেন তাদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেয়া হচ্ছে না-এটাই তাদের বড় প্রশ্ন।

যদিও কলকাতার বাংলাদেশ উপদূতাবাস সূত্র বলছে, বর্তমানে পশ্চিমবঙ্গ প্রশাসনের নিরাপত্তা হেফাজতে বন্দি থাকা ৮৯ বাংলাদেশি জেলের মধ্যে ৬৬ জনের নাগরিকত্ব নিশ্চিত হওয়ার পর তাদের ‘ট্রাভেল পারমিট’ তৈরি করা হয়েছে। যেকোনো সময় তাদের দেশে ফেরানো হবে। আগামী মাসের প্রথম সপ্তাহের মধ্যে বাকিদের ট্রাভেল পারমিটও তৈরি হয়ে যাবে বলে আশ্বাস দেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
প্রযুক্তি সহায়তায়: রিহোস্ট বিডি