করোনা সংকট কাটিয়ে উঠে দীর্ঘ দুই বছর পর ধুমধাম আয়োজনের মধ্য দিয়ে ভারতেও চলছে শারদীয় দুর্গোৎসব। সর্বসাধারণের এই উৎসব উদ্যাপনে বরাবরের মতো এবারও পূজামণ্ডপগুলোতে দেখা গেছে বলিউড তারকাদের।প্রায় প্রতিবছরই মুম্বাইয়ের
মুখার্জি বাড়িতে ঝমকালো আয়োজনে বসে শারদীয় দুর্গোৎসব। এবারের পূজায়ও কাজল, রানী মুখার্জি, তনুজা, তানিশা মুখোপাধ্যায় সবাই পূজার কয়েক দিনই দুই বেলা এই মণ্ডপে ভিড় করেন।
কলকাতার মতো এলাহিভাবে পূজা না হলেও মুম্বাইয়ে মুখোপাধ্যায় বাড়ির পূজা নেহাতই ছোট পূজা নয়। অন্যবারের মতোই এ বছরও মণ্ডপে দেখা গেছে বহু বলি তারকাকে। আনন্দ ও আরাধনায় ভক্তদের নজর কেড়েছেন বলিউডের নামিদামি সব তারকা। পূজামণ্ডপে ক্যামেরাবন্দি হয়েছেন স্বতঃস্ফূর্তভাবে।
পূজায় এবার রানী মুখার্জিকে দেখা গেল দক্ষিণী টেম্পল ডিজাইনের লম্বার হারের সঙ্গে একটি সোনালি রঙের সিল্ক পরা। পরেছিলেন নীল-সবুজ কম্বিনেশনের ব্যোমকাই শাড়ি। সঙ্গে গলাভরা রুপার গয়না, খোঁপায় মালা হাতে বাঙালিমতে শাঁখা-পলা। কাজল এবার পূজায় সেজেছিলেন স্টার্ড রঙের সিল্ক, কখনো পিচ রঙের শিফনের শাড়ি।
রণবীর কাপুর পরেছিলেন সাদা পাজামা-পাঞ্জাবির সঙ্গে হালকা নীল রঙের বাঁধনীর কাজ করা ওয়েস্টকোট। মৌনী রায় পরেছিলেন, পরনে ছিল দুধ-সাধা শিফন শাড়ি এবং গলাভরা কুন্দনের হার। বলিউড তারকা কাজলের বোন তানিশা পরেছিলেন ফুলেল ছাপের অরগ্যাঞ্জা।