বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ কুষ্টিয়া জেলা কমিটির প্রয়াত সভাপতি ও সংগ্রামী শ্রমিক নেতা কুষ্টিয়ার টেক্সটাইল মিলের, নির্বাচিত সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রশিদ ও জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট কুষ্টিয়া শহর কমিটির সাবেক সদস্য -প্রগতিশীল আন্দোলনের অন্যতম নেতা ,প্রয়াত সিরাজ আহমেদ এর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে-জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ কুষ্টিয়া জেলা কমিটির আয়োজনে- ১৭ জুলাই বুধবার সকাল ১১ টায় কুষ্টিয়া ল কলেজ চত্বরে স্মরণসভার আয়োজন হয়েছে ।কুষ্টিয়া সুগার মিলসহ সকল বন্ধ মিল চালু করতে হবে- এ দাবি নিয়ে, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ কুষ্টিয়া জেলা কমিটির সভাপতি রমজান বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন ,ট্রেড ইউনিয়নের অনেকে। পলান বিশ্বাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন, প্রধান বক্তা হিসাবে -বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত ।প্রয়াত সিরাজ আহমেদের কন্যা তসলিমা শিল্পী এবং আব্দুর রশিদের ছেলে আমিনুর রশিদ শাওন। এছাড়াও বক্তব্য রাখেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির হাফিজ সরকার, শামসুদ্দিন আহমেদ, মোখলেসুর ,আশরাফুল হক ,আমানত শেখ, আবুল কাশেম, আনিসুর রহমান আরকান, মৃত্যুঞ্জয় পাল, তোফায়েল আহমেদ ,আমিনুর রশিদ ,মোবারক হোসেন, শাহাবুদ্দিন বাবলা এছাড়াও ট্রেড ইউনিয়নের সদস্যরা। বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ কর্তৃক স্মরণ সভায় আব্দুর রশিদ ও সিরাজ আহমেদের একবছর মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে দোয়া মাহফিল ও করা হয়।