চরম সীমা পার না হতে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে চীন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই শুক্রবার (২৩ ডিসেম্বর) মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গে টেলিফোনে আলাপকালে এ সতর্কবার্তা উচ্চারণ করেন। ওয়াং ই বলেন, যুক্তরাষ্ট্রকে অবশ্যই চীনকে অপমান করার পুরোনো এবং একপক্ষীয় খেলা বন্ধ করতে হবে।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, আলাপকালে ওয়াং ই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চীনের উন্নয়ন প্রচেষ্টা বাধাগ্রস্ত করার চেষ্টার অভিযোগ করেন। ওয়াশিংটন চীনের বিরুদ্ধে ‘সালামি স্লাইসিং’ (সালামি স্লাইসিং কৌশল হলো এমন একটি পদ্ধতি যেখানে বড় ফলাফল অর্জনের জন্য প্রতিপক্ষের বিরুদ্ধে ক্রমাগত ছোট ছোট আক্রমণ চালু রেখে নাস্তানাবুদ করা হয়।) কৌশল ব্যবহার করে চীনের চরম সীমাকে লঙ্ঘন করছে উল্লেখ করে ওয়াং ই বলেন, ‘ওয়াশিংটনকে অবশ্যই বেইজিংয়ের বৈধ উদ্বেগের প্রতি মনোযোগ দিতে হবে।
ওয়াং ই’র সঙ্গে টেলিফোন আলাপের বিষয়ে একটি বিবৃতি প্রকাশ করেছে মার্কিন পররাষ্ট্র বিভাগ। সেখানে বলা হয়েছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, চীনের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে দুই দেশের মধ্যে সরাসরি যোগাযোগ ব্যবস্থা বজায় রাখতে হবে।
সাম্প্রতিক সময়ে চীন এবং যুক্তরাষ্ট্রের শীর্ষ নেতারা বিশ্বের দুই পরাশক্তির মধ্যকার টানাপোড়েন কমিয়ে আনতে চেষ্টা করলেও পরিস্থিতির বিশেষ উন্নতি হচ্ছে। যার সবশেষ উদাহরণ ওয়াং ই’র সতর্কবার্তা। তার এ বক্তব্য থেকে স্পষ্ট যে, দুই দেশের মধ্যে আস্থার সম্পর্ক নেই।