রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত ওপার বাংলার দুজন সাহিত্যিক ও কবি কে নিয়ে সংবর্ধনা এবং সাহিত্য আসরের আয়োজন করা হয় ।
১৯ অক্টোবর বুধবার সকাল ১১টা রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস চত্বরে রেজিস্টার ডক্টর মোসাম্মৎ ইসমত আরা খাতুন এর সভাপতিত্বে গুণী দুজনকে সম্বর্ধনা দেয়া হয়। ফিতা কেটে, ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ডঃ মোঃ শাহজাহান আলী ও রেজিস্টার ডক্টর মোছাঃ ইসমত আরা খাতুন। গবেষক ও প্রমোশন কর্মকর্তা মেহেদী হাসানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন প্রক্টর ও সহকারী অধ্যাপক বাংলা বিভাগ এস এম হাসিবুর রশিদ তামিম।
উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট বাংলাদেশ বার্ডক্লাব ডঃএস আই সোহেল এবং গুণী তিনজন ভারতীয় ব্যক্তিবর্গ। মেহেদি হাসান সঞ্চালনায় ওপার বাংলার লেখক রাজিব শ্রাবণ ও আর সহধর্মিনী কবি পি শাশ্বতী কে তাদের পারিবারিক, সামাজিক, লেখালেখি এবং এগিয়ে যাওয়া নিয়ে বিভিন্ন প্রশ্ন তুলে ধরেন। পাশাপাশি বাংলাদেশের সঙ্গে সাহিত্য অঙ্গনে সেতুবন্ধন ওসাংস্কৃতিক অঙ্গনে পাশে পাবেন এই আসা ব্যক্ত করেন। লেখক রাজিব শ্রাবণও পি শাশ্বতীর আড্ডা আসরে উপস্থিত ছিলেন রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্রছাত্রীবৃন্দ।