কোনো রকম ব্যাখ্যা দেয়া ছাড়াই বেশ কয়েকটি প্রসিদ্ধ সংবাদমাধ্যমের কয়েকজন শীর্ষস্থানীয় সাংবাদিকের অ্যাকাউন্ট বাতিল করেছে টুইটার। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় তাদের অ্যাকাউন্ট বাতিল করা হয়।
মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন নিউজের প্রতিবেদন অনুসারে, যেসব সাংবাদিকের অ্যাকাউন্ট বাতিল করা হয়েছে তারা হলেন: সিএনএন-এর ডনি ও’সুলিভান, নিউইয়র্ক টাইমসের রায়ান ম্যাক, ওয়াশিংটন পোস্টের ড্রিউ হারওয়েল এবং আরও অনেকে। এ ছাড়া প্রগতিশীল ফ্রিল্যান্স সাংবাদিক অ্যারন রুপারের অ্যাকাউন্টও বাতিল করা হয়েছে।
সিএনএন নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, উল্লিখিত সাংবাদিকরা সাম্প্রতিক সময়ে ইলন মাস্ককে বেশ কয়েকবার তাদের সংবাদের বিষয়বস্তু করেছিলেন এবং সেসব সংবাদে ইলন মাস্ককে নেতিবাচকভাবেই উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে।
এ বিষয়ে মন্তব্যের জন্য যোগাযোগ করা হলেও টুইটার কর্তৃপক্ষ কিংবা ইলন মাস্ক এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।
তবে মাস্ক অন্যত্র বলেছেন, যাদের অ্যাকাউন্ট বাতিল করা হয়েছে, তারা টুইটারের নতুন ডক্সিং নীতি ভঙ্গ করেছেন এবং তাকে খুঁজে পেয়ে হত্যা করা সম্ভব হতে পারে এমন তথ্য ওই সাংবাদিকরা শেয়ার করেছেন। তবে অনেকেই দাবি করেছেন ওই সাংবাদিকরা এ-জাতীয় কোনো তথ্য শেয়ার করেননি।
সম্প্রতি ও’সুলিভান, রায়ান ম্যাক ও হারওয়েল ইলন মাস্কের ব্যক্তিগত বিমানের ওপর @ElonJet নামে একটি টুইটার অ্যাকাউন্ট থেকে নজরদারি করার বিষয়ে বেশ কয়েকটি প্রতিবেদন প্রকাশ করেছিলেন।