যুক্তরাষ্ট্রে অবতরণের সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বিমান আছড়ে পড়ে বাসের ওপর। এতে আহত হয়েছেন ৫ জন। স্থানীয় সময় শুক্রবার (১০ ফেব্রুয়ারি) রাতে লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে এ দুর্ঘটনা ঘটে। খবর ডেইলি মেইলের।
লস অ্যাঞ্জেলেস এয়ারপোর্ট কর্তৃপক্ষ জানায়, বিমানবন্দরের দক্ষিণ পাশে একটি জেট বিমান নিয়ন্ত্রণ হারিয়ে ট্যাক্সিওয়ের পার্কিং লটে চলে এলে যাত্রীবাহী শাটল বাসকে ধাক্কা দেয়। এতে বাসটি দুমড়ে-মুচড়ে যায়। এ ঘটনায় আহত হন অন্তত ৫ জন।
আমেরিকান এয়ারলাইন্সের এয়ারবাস এ-৩২১ মডেলের বিমানটিতে যাত্রী না থাকলেও শাটল বাসটিতে যাত্রী ছিল। লস অ্যান্জেলেস ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, দুর্ঘটনার পর আহত ৪ জনকে তাৎণিকভাবে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। অন্য একজনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হয়েছে। আহতদের মধ্যে বাসের চালক এবং বিমানের একজন ক্রু রয়েছেন। বর্তমানে তারা শঙ্কামুক্ত বলে জানা গেছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, জেট বিমানের সঙ্গে বাসের সংঘর্ষের কারণ জানতে এরই মধ্যে শুরু হয়েছে তদন্ত। দুর্ঘটনার পর বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকলেও বর্তমানে তা পুরোপুরি স্বাভাবিক হয়েছে।