ছেড়া সুতো
জীবন যখন যুদ্ধক্ষেত্রে –
ঢাল নেই, তলোয়ার নেই
ছিল শুধু মায়া -মমতা, রক্তের সুতোর ঘুড়ি।
সুতোটি টানতে টানতে একদিন ছিড়ে গেল।
আহত পাখিটি ক্ষতবিক্ষত হৃদয়ে ছুটে চলে বাঁচার প্রয়াসে।
ওখানে ছিল প্রলোভনের ফাঁদ,
আর অট্টহাসির ঝংকার।
পরাজিত পাখিটির ডানা, আস্তে আস্তে নিস্তেজ হয়ে নুয়ে পড়ল
পৃথিবীর যুদ্ধক্ষেত্রে –
সমাপ্ত হলো জীবনাবশেষ।