1. rashidarita21@gmail.com : bastobchitro :
দোলনা থেকে কবর পর্যন্ত নারীর রুটিন | Bastob Chitro24
সোমবার, ২০ মে ২০২৪, ০৬:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিজেপি ৪০০ পার করলে, পাক অধিকৃত কাশ্মীর ভারতের অংশ হয়ে যাবে ডেঙ্গু নিয়ে মিথ্যাচার করছেন মেয়র তাপস: সাঈদ খোকন বাজারভিত্তিক সুদহারে হস্তক্ষেপের ইঙ্গিত বাংলাদেশ ব্যাংকের কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমী কালচারাল অফিসার সুজন রহমানের পারিবারিক সংগঠনের সন্ধান ১৩৯ উপজেলায় দলীয় প্রতীকহীন ভোট আজ সহিত্যিক মীর মোশাররফ স্কুলের প্রাচীর সংস্কার হচ্ছে অনেক কাঠখড় পুড়িয়ে। সরকারি মালিকানাধীন ২৮টি শিল্পপ্রতিষ্ঠান লোকসানে চলছে হজের ভিসায় নতুন বিধি-নিষেধ জারি গুণী শিক্ষক মোসা. আখতার বানুর অবসজনিত বিদায় অনুষ্ঠান রাজশাহী ইউনিভার্সিটি এক্স স্টুডেন্টস এসোসিয়েশনের ক্যাপ বিতরণ

দোলনা থেকে কবর পর্যন্ত নারীর রুটিন

রাশিদা খাতুন রিতা
  • আপডেট টাইম : শনিবার, ২৩ এপ্রিল, ২০২২

“তুমি যেদিন এলে ধরায় “সবাই বলল কি আবার হবে মেয়ে ছাড়া পুটলী বাঁধতে এলো- হচ্ছো বড় সবার আদর অনাদরে -কাজ শিখতে হবে পরের ঘরে যেতে হবে না? কাজ শেখাও তারপর পড়া শুনা ।সেকি মেয়েরা অত পড়ে লাভ কি সেই চূলার ছাই তুলতেই হবে -অগত্যা, কি আর করা- পাত্র কর নির্বাচন।মেয়ে সুন্দরী হতে হবে না হলে দাও কাড়ি কাড়ি টাকা, দাও লিখে কয় কাঠা জায়গা শুরু হলো পরের ঘরের মানিয়ে চলা। নারী তোমার বড় গৌরব মাতৃত্ব তাই সন্তান জন্মদাও শুধু মেয়ে নয় -ছেলেও, লোকে বলবে কি আর হবে মেয়ে হয়েছে। যাহোক- শুরু হবে তাদের লালন পালন,সংসারের হাড় ভাঙা খাটুনী স্বামী সেবা রাতের পর রাত জেগে সন্তানের দিকে তাকিয়ে থাকা কষ্টে আছে কি তার আদরের শিশুটি, তাদের লেখাপড়া সববিষয়ে পারদর্শী গড়ে তোলা নইলে শুনতে হবে নাচ জানেনা গান জানেনা অশিক্ষিত ও আবার কি শেখাবে? রেজাল্ট একটু খারাপ হলে মায়ের দোষ ।এভাবেই তাদের ভালো শিক্ষাদীক্ষা সবই যেন মায়ের দায়ভারএরই মধ্যে কলেজ পড়ুয়া অশিক্ষিত মাকে হতে হবে শিক্ষিত না হলে সন্তানের কাছেও হয়ে যাবে মূর্খ,তবুও তোমার সম্মান মিলবে কি নারী? তুমি যে অপরাধী রাতের পর রাত জাগা পাখি। সবাই খেল কিনা পড়া হলো কি হলোনা। ক্লান্ত অবসন্ন নিজেকে একটু জিরিয়ে নিয়ে আবার শুরু হলো সকলের ভূড়ী ভজের কথা ভাবা তুমি খেয়েছ কিনা ভেবেছে কেউ? নিজেকে গড়ে তোলো সকলের বউ এর মতো সমাজেচলার মতো নিজেকে গড়ে তোলা স্বামী সেবা হলো কিনা নইলে তোমার ভাত যে হজম হবে না।শুরু হলো আর এক অধ্যায় সন্তানের বিয়ে, স্বামীর অসুখবিসুখ সেবা কর আল্লার কাছে হাত তোলো তার হায়াত এর জন্য মোনাজাত কর নইলে তুমি হবে কলংকিত স্বামী খেঁকো। সময় মতো নজর দাও নিজের কি দরকার? নারী তুমি কি মানুষ নাকি তুমি যে খাও বেশী বাপের বাড়ির ভাত নাকি যে সস্তা -টাকা দিয়ে কেনা।নারীর ব্রেনে সেট হয়ে যাওয়া এইতো নারী র জীবন।বয়স হচ্ছে তোমার শরীরের হাড়গুলো ক্ষয়ে যাচ্ছে তাতে কি তোমার জন্ম অপরের জন্য।বয়স হচ্ছে বয়সের সাথেস্বামীর মন আার কি থাকে পরকীয়ার নেশায় ব্যস্ত ব্যাকুল সেতো করবেই তার টাকায় তোমার তাতে কি তুলে অভিযোগের খাতা ।তুমিতো গতর খাটা কাজের ঝি।সন্তানের প্রতিষ্ঠায় দোয়া দেওয়া ছাড়া আরকি? আর কি তুমি দিয়েছো তাদের টাকা। দিয়েছো সন্তানের আদর সেটা কি দামদরের খাতায় লেখা থাকে। দাওনি টাকা তাহলে তোমার কি আবদান তোমার আর কি আর দায়িত্ব থাকে? তুমি প্রতীক্ষায় থাকো অসুখ বিসুখে বিছানাগত তুমি তোমাকে সময় দেবার সময় কারো নেই কবে আসবে সেদিন-যেদিন যেতে নিজ হাতে সযত্মে সাজানো সংসার ছেড়ে দিতে। সেটায় তোমার কি অধিকার সেটা ছেড়ে দাও ভাগ বাট্টা হয়ে যাক তখন তোমার পুতুল খেলা সাঙ্গ হলো।

লেখক : রাশিদা খাতুন রিতা, প্রকাশক ও সম্পাদক, বাস্তব চিত্র।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
প্রযুক্তি সহায়তায়: রিহোস্ট বিডি