1. rashidarita21@gmail.com : bastobchitro :
গোপনে ইবি ছাত্রীর গোসলের ভিডিও ধারণের অভিযোগ | Bastob Chitro24
সোমবার, ২০ মে ২০২৪, ০৩:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিজেপি ৪০০ পার করলে, পাক অধিকৃত কাশ্মীর ভারতের অংশ হয়ে যাবে ডেঙ্গু নিয়ে মিথ্যাচার করছেন মেয়র তাপস: সাঈদ খোকন বাজারভিত্তিক সুদহারে হস্তক্ষেপের ইঙ্গিত বাংলাদেশ ব্যাংকের কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমী কালচারাল অফিসার সুজন রহমানের পারিবারিক সংগঠনের সন্ধান ১৩৯ উপজেলায় দলীয় প্রতীকহীন ভোট আজ সহিত্যিক মীর মোশাররফ স্কুলের প্রাচীর সংস্কার হচ্ছে অনেক কাঠখড় পুড়িয়ে। সরকারি মালিকানাধীন ২৮টি শিল্পপ্রতিষ্ঠান লোকসানে চলছে হজের ভিসায় নতুন বিধি-নিষেধ জারি গুণী শিক্ষক মোসা. আখতার বানুর অবসজনিত বিদায় অনুষ্ঠান রাজশাহী ইউনিভার্সিটি এক্স স্টুডেন্টস এসোসিয়েশনের ক্যাপ বিতরণ

গোপনে ইবি ছাত্রীর গোসলের ভিডিও ধারণের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বুধবার, ৩১ আগস্ট, ২০২২

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দ্বিতীয় বর্ষের এক ছাত্রীর গোসলের গোপন ভিডিও ধারণের অভিযোগ উঠেছে। সোমবার (২৯ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে ক্যাম্পাস পার্শ্ববর্তী শেখপাড়া বাজার সংলগ্ন এলাকায় একটি ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে। মঙ্গলবার সকালে ভিডিও উদ্ধার ও সুষ্ঠু বিচার দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী শিক্ষার্থী। লিখিত অভিযোগ ও ভুক্তভোগী শিক্ষার্থী সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিক্ষার্থী দীর্ঘ দিন ধরে ওই বাসায় থাকছেন।সোমবার রাত সাড়ে ৮টার দিকে গোসল করার সময় স্থানীয় এক ছেলে তার আপত্তিকর ভিডিও ধারণ করেন। ওই শিক্ষার্থী বুঝতে পেয়ে চিৎকার করলে অভিযুক্ত পালিয়ে যায়। এ ঘটনার পর রাতেই ওই ছাত্রী, তার সহপাঠী ও সিনিয়ররা প্রক্টরকে জানালেও প্রক্টরিয়াল বডির কেউ ঘটনাস্থলে যায়নি বলে অভিযোগ উঠেছে। এছাড়া ইবি থানায় বিষয়টি অবগত করলেও এলাকাটি তাদের এখতিয়ারের বাইরে বলে পুলিশ সহযোগিতা করেনি। ভুক্তভোগী ছাত্রী বলেন, গোসল করার সময় একটা ছেলে বাইরে থেকে আমার ভিডিও ধারণ করছিল। আমি বুঝতে পারলে সে পালিয়ে যায়। এ ঘটনায় আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। ভিডিওটি উদ্ধার করতে আমি যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি এবং ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি। এ বিষয়ে বাসার মালিক বলেন, গতকাল রাতে ঘটনাটি ঘটেছে। একটা ছেলেকে সন্দেহ করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। আমি শৈলকূপা থানার ওসিকে অবহিত করেছি এবং নিরাপত্তা জোরদার করতে বলেছি। ভুক্তভোগী গোপনে একটা নাম দিয়েছে, সেটাও ওসিকে জানিয়েছি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
প্রযুক্তি সহায়তায়: রিহোস্ট বিডি