1. rashidarita21@gmail.com : bastobchitro :
কুষ্টিয়া জেলা বিএডিসি বীজ ও সার ডিলার এ্যাসোসিয়েশনের কমিটি গঠন | Bastob Chitro24
সোমবার, ২০ মে ২০২৪, ১২:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিজেপি ৪০০ পার করলে, পাক অধিকৃত কাশ্মীর ভারতের অংশ হয়ে যাবে ডেঙ্গু নিয়ে মিথ্যাচার করছেন মেয়র তাপস: সাঈদ খোকন বাজারভিত্তিক সুদহারে হস্তক্ষেপের ইঙ্গিত বাংলাদেশ ব্যাংকের কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমী কালচারাল অফিসার সুজন রহমানের পারিবারিক সংগঠনের সন্ধান ১৩৯ উপজেলায় দলীয় প্রতীকহীন ভোট আজ সহিত্যিক মীর মোশাররফ স্কুলের প্রাচীর সংস্কার হচ্ছে অনেক কাঠখড় পুড়িয়ে। সরকারি মালিকানাধীন ২৮টি শিল্পপ্রতিষ্ঠান লোকসানে চলছে হজের ভিসায় নতুন বিধি-নিষেধ জারি গুণী শিক্ষক মোসা. আখতার বানুর অবসজনিত বিদায় অনুষ্ঠান রাজশাহী ইউনিভার্সিটি এক্স স্টুডেন্টস এসোসিয়েশনের ক্যাপ বিতরণ

কুষ্টিয়া জেলা বিএডিসি বীজ ও সার ডিলার এ্যাসোসিয়েশনের কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : রবিবার, ২১ আগস্ট, ২০২২

সভাপতি ফখরুল ইসলাম সিদ্দিক, সম্পাদক জুবায়েদ রিপন

কুষ্টিয়া জেলা বিএডিসি বীজ ও সার ডিলার এ্যাসোসিয়েশনের দ্বি-বাষিক কমিটি গঠন করা হয়েছে। গতকাল শনিবার দিনব্যাপী আলোচনা সভা শেষে ২১ সদস্য বিশিষ্ট এই ঘোষণা করেন জেলার প্রবীণ বীজ ও সার ব্যবসায়ীরা। একই সময় কমিটির ৭ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। কুষ্টিয়া শহরের মেহেরজান রেস্টুরেন্টে জেলার শতাধিক বীজ ও সার ব্যবসায়ীদের সর্বসম্মতিক্রমে বিশিষ্ট বীজ ব্যবসায়ী কুষ্টিয়া সীড ষ্টোরের স্বত্তাধিকারী ফখরুল ইসলাম সিদ্দিক মামুনকে সভাপতি এবং জেলার সবচেয়ে পুরাতন বীজ ব্যবসায়ী মরহুম তক্কেল আলী জোষ্ট পুত্র ও রিপন সীড ষ্টোরের স্বত্তাধাকারী এ এম জুবায়েদ রিপনকে সাধারণ সম্পাদক মনোনিত করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি খোকসার বীজ ও সার ডিলার নাজিম উজ্জামান, সহ সভাপতি মিরপুরের বীজ ও সার ডিলার সামসুল আলম, সহ সম্পাদক ভেড়ামারার বীজ ও সার ডিলার এম জেড সাঈদী সাগর, সাংগঠনিক সম্পাদক খোকসার বীজ ও সার ডিলার মিজানুর রহমান মিলন, কোষাধ্যক্ষ মিরপুরের বীজ ও সার ডিলার আশরাফ আলী, দপ্তর সম্পাদক সদর উপজেলার বীজ ও সার ডিলার সাদ্দাম হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক দৌলতপুরের বীজ ও সার ডিলার আব্দুল হাকিম, ধর্মীয় সম্পাদক কুমারখালীর বীজ ও সার ডিলার জহিরুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক দৌলতপুরের বীজ ও সার ডিলার আফরিন সুলতানা। কমিটির নির্বাহী সদস্যরা হলেন, নজরুল ইসলাম নজু, রফিকুল ইসলাম চান্নু, রফিকুল ইসলাম আবু, গনেশ রায়, শাহিনুর আলম, মনিরুল ইসলাম, আজগর আলী, আকামত আলী খান, আব্দুস সামাদ ও আব্দুল আলীম। উপদেষ্টা পরিষদের সদস্যরা হলেন, শাজাহান আলী, জিয়ারত আলী খান, মহাসিন আলী, নুরুল ইসলাম(নুরু মোল্লা), আব্দুস সামাদ, শহিদুল ইসলাম ও সোলেইমান হোসেন। কমিটি গঠন ও আলোচনা সভায় বক্তারা বলেন, দীর্ঘদিন কুষ্টিয়া জেলায় বিএডিসি বীজ ও সার ডিলার এ্যাসোসিয়েশনের কমিটি না থাকায় একটি পক্ষ আমাদের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করে আসছিল। সার নিয়ে দেশে এক সময়ের অরাজকতা সবার জানা আছে এবং সবাই দেখেছে। বিএডিসির ডিলারদের সার বিক্রয়ের দায়িত্ব দেয়ার পর থেকে সেই অরাজকতা আর নেই। একমাত্র আমরাই কৃষকদের দোরগোড়ায় বীজ ও সার পৌঁছে দিয়ে আসছি। কৃষকদের জিম্মি করে ওই চক্র সুবিধা অর্জন করতে না পেরে আবারো বিএডিসির ডিলারদের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করছেন। নেতারা বলেন, সব ষড়যন্ত্র মোকাবেলা করতেই আজকে এই শক্তিশালী কমিটি গঠন করা হলো। কোন অবস্থাতেই, কোন পক্ষকে কুষ্টিয়ায় সার নিয়ে অরাজকতা তৈরী করতে দেয়া হবে না। কৃষি বিভাগের সাথে সমন্বয় করে কৃষকরা যাতে ন্যায্যমুল্যে নন-ইউরিয়া সার পান সেই ব্যবস্থা করা হবে বলে ঘোষণা দেন নতুন কমিটির নেতারা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
প্রযুক্তি সহায়তায়: রিহোস্ট বিডি