1. rashidarita21@gmail.com : bastobchitro :
কুষ্টিয়ায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল ও সমাবেশে | Bastob Chitro24
সোমবার, ২০ মে ২০২৪, ০৩:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিজেপি ৪০০ পার করলে, পাক অধিকৃত কাশ্মীর ভারতের অংশ হয়ে যাবে ডেঙ্গু নিয়ে মিথ্যাচার করছেন মেয়র তাপস: সাঈদ খোকন বাজারভিত্তিক সুদহারে হস্তক্ষেপের ইঙ্গিত বাংলাদেশ ব্যাংকের কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমী কালচারাল অফিসার সুজন রহমানের পারিবারিক সংগঠনের সন্ধান ১৩৯ উপজেলায় দলীয় প্রতীকহীন ভোট আজ সহিত্যিক মীর মোশাররফ স্কুলের প্রাচীর সংস্কার হচ্ছে অনেক কাঠখড় পুড়িয়ে। সরকারি মালিকানাধীন ২৮টি শিল্পপ্রতিষ্ঠান লোকসানে চলছে হজের ভিসায় নতুন বিধি-নিষেধ জারি গুণী শিক্ষক মোসা. আখতার বানুর অবসজনিত বিদায় অনুষ্ঠান রাজশাহী ইউনিভার্সিটি এক্স স্টুডেন্টস এসোসিয়েশনের ক্যাপ বিতরণ

কুষ্টিয়ায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল ও সমাবেশে

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২

জ্বালানি তেলসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত বাতিল ও সার সহ কৃষিপণ্যের দাম কমানোর দাবিতে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। মঙ্গলবার বিকালে শহরের বড় বাজার হতে মিছিলটি বের হয়ে শহর প্রদক্ষিন করে পাবলিক লাইব্রেরী মাঠে সমাবেশ করে। সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আহম্মাদ আলী। সমাবেশ পরিচালনা করেন জেলার সেক্রেটারী আলহাজ্ব শেখ এনামুল হক। বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত চরম অমানবিক ও গণবিরোধী। এ সিদ্ধান্ত বাতিল করতে হবে। অন্যথায় সারা দেশে জনতার রুদ্ররোষ সৃষ্টি হয়ে সরকারের করুণ পরিণতি বরণ করতে হবে। জেলা নেতৃবৃন্দ বলেন, সরকার ডিজেল, কেরোসিন, অকটেন, পেট্রোলের দাম যে মাত্রায় বৃদ্ধি করেছে, তা নিয়ে দেশবাসী উদ্বিগ্ন। কোভিড-পরবর্তীতে মানুষ অর্থনৈতিকভাবে বিপর্যস্থ। নেতৃবৃন্দ আরও বলেন, জ্বালানির দাম বৃদ্ধির ফলে ভোগ্যপণ্যসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম আরেক দফা বৃদ্ধি পাবে। ফলশ্রুতিতে জনদুর্ভোগ বেড়ে যাবে। অর্থনৈতিক উন্নয়নের গতিধারা নিরবচ্ছিন্ন রাখতে তেল-গ্যাসসহ সব ধরনের জ্বালানি সহনীয় পর্যায়ে রাখতে হবে। বক্তারা আরও বলেন, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমে গেলে ও সরকার জনগনের স্বার্থের কথা ন্যূনতম বিবেচনা করেননি, তার কারন,ক্ষমতাশীলগন জনগনের ভোটে নির্বাচিত নয়। মধ্যরাতের সরকার মধ্যরাতে জনগনের স্বার্থ বিরোধী সিদ্ধান্ত বাস্তবায়ন করে। ভোটবিহীন সরকারের জনবিরোধী সিদ্ধান্ত জনগন সহ্য করবে না।বক্তারা সরকারকে হুশিয়ারী করে বলেন,দেশকে বিপদের ফেলার কোন নৈতিক অধিকার সরকারের নেই। বিক্ষোভ সমাবেশে আরো বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখার সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল্লাহ আখন্দ, সাবেক সহ-সভাপতি আমিনুল ইসলাম মুলতান, মাওলানা দেওয়ান আব্দুল খালেক, প্রশিক্ষণ সম্পাদক মুফতি ফরিদ উদ্দিন আবরার, সদস্য মাওলানা নূর মোহাম্মদ বিন হানিফ, শ্রমিক আন্দোলনের সভাপতি মোঃ আবু বক্কর সিদ্দিক, ইসলামী যুব আন্দোলন জেলা শাখার সভাপতি: হাফেজ মাওলানা তাওহীদুল ইসলাম, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের জেলা সেক্রেটারি মুফতী মূজাম্মিলুল হক কাসেমী, ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশ জেলা শাখা সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান, আরো উপস্থিত ছিলেন জযয়েন্ট সেক্রেটারি মাও: নাজমুল হাসান, প্রচার সম্পাদক গোলাম তাওহীদ,সহ দপ্তর সম্পাদক মুফতি আহমাদুল্লাহ হাবিবী সহ ইসলামী আন্দোলন বাংলাদেশ ও তার অঙ্গ সংগঠনের জেলা ও বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
প্রযুক্তি সহায়তায়: রিহোস্ট বিডি