1. rashidarita21@gmail.com : bastobchitro :
আমির খানের সেই অনুষ্ঠান নিয়ে বিস্ফোরক মন্তব্য পাকিস্তানি অভিনেত্রীর | Bastob Chitro24
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৩:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
দেশের সাংবিধানিক নাম ‘জনগণতন্ত্রী বাংলাদেশ’ করার সুপারিশ আমির খানের সেই অনুষ্ঠান নিয়ে বিস্ফোরক মন্তব্য পাকিস্তানি অভিনেত্রীর জনমনে আতংক সৃষ্টির লক্ষ্যে জাপান টোব্যাকো গার্ডে বোমা নিক্ষেপ। সড়ক ও জনপদ বিভাগের ট্রাকের ধাক্কায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী ১ জন নিহত অপরজন আহত। রাজনৈতিক পটপরিবর্তনের সময় বাংলাদেশ সেনাপ্রধানের সঙ্গে যোগাযোগ ছিল: ভারতীয় সেনাপ্রধান গণঅভ্যুত্থানে হামলার অভিযোগে কুবি ডেপুটি রেজিস্ট্রারকে পুলিশে দিলেন শিক্ষার্থীরা দেয়ালে পিঠ ব্যবসায়ীদের বিমানবন্দরেই দেখা হবে মা-ছেলের খবরের কাগজ বন্ধু জনের উদ্যোগে-কুষ্টিয়া উদয় মা ও শিশু পুনর্বাসন কেন্দ্রে উপহার সামগ্রী বিতরণ কুষ্টিয়া জিলা স্কুলের তৃতীয় থেকে নবম শ্রেণীর ফলাফল প্রকাশ করা হলো।

আমির খানের সেই অনুষ্ঠান নিয়ে বিস্ফোরক মন্তব্য পাকিস্তানি অভিনেত্রীর

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫

ঢাকা অফিস:
রূপালি পর্দায় একের পর এক হিট সিনেমা উপহার দিয়েছেন বলিউড অভিনেতা আমির খান। তবে নিজের প্রতিভাকে যে শুধু রূপালি পর্দায় সীমিত রেখেছেন আমির এমন নয়, ছোটপর্দায় বহুল জনপ্রিয় ‘সত্যমেভ জয়তে’ নামের একটি অনুষ্ঠান উপস্থাপনা করেছেন তিনি।

স্টার নেটওয়ার্কে প্রচারিত এই অনুষ্ঠানের ফরম্যাট পাকিস্তানি একটি অনুষ্ঠানের সঙ্গে মিলে যায় বলে অভিযোগ করেছেন দেশটির অভিনেত্রী ও উপস্থাপক হিনা বায়াত।

উপস্থাপক হিসেবে ‘উলঝান সুলঝান’ নামের একটি অনুষ্ঠানের মাধ্যমে অভিষেক হয় এই অভিনেত্রীর। পরবর্তীতে নিজের নাম যোগ করে ‘হিনা কে সাথ’ নামে সে অনুষ্ঠানের নামকরণ করেন তিনি।

এই অনুষ্ঠানে মানসিক স্বাস্থ্য, সামাজিক সমস্যার কথা তুলে ধরা হয়। এছাড়া সমাজের সেসব অন্ধকার কুঠুরিতে আলোকপাত করেন হিনা, যেগুলো নিয়ে হয়ত বড় পরিসরে খুব একটা আলাপ-আলোচনা হয় না। আমির খানের ‘সত্যমেভ জয়তে’ অনুষ্ঠানের ফরম্যাটও একইরকম।

পাকিস্তানি অভিনেত্রী উশনা শাহ’র টক শো ‘আফটার আওয়ার্স’-এ অতিথি হিসেবে উপস্থিত হয়ে আমির খানের ‘সত্যমেভ জয়তে’ তার অনুষ্ঠান দ্বারা অনুপ্রাণিত বলে উল্লেখ করেছেন হিনা। তিনি বলেন, ‘আমরা যখন অনুষ্ঠান দেখলাম, তখন আমরা নিজেদের অজান্তেই বলে উঠলাম যে এটা আমাদের সেট, আমাদের কনটেন্ট। ওইসময় তারাও আমাদের অনুষ্ঠান দেখত না, আমরাও তাদের অনুষ্ঠান দেখতাম না। তাই এটা বলব না যে তারা কপি করেছে, তবে তারা অবশ্যই আমাদের অনুষ্ঠানের দ্বারা অনুপ্রাণিত হয়েছে।’

হিনা যোগ করেন, ‘আমার অনুষ্ঠানে যারা কাজ করতেন, তাদের অনেকেই সত্যমেভ জয়তের সঙ্গে এত মিল দেখে চমকে উঠেছিলেন।’

প্রসঙ্গত, ২০১২ সালে আমির খানের ‘সত্যমেভ জয়তে’ প্রথম প্রচারিত হয়। বিষয়বৈচিত্র্য এবং প্রান্তিক জনগোষ্ঠীর জীবনের নানা প্রতিকূলতাকে টিভি পর্দায় তুলে আনার জন্য ভারতে ব্যাপক জনপ্রিয়তা পায় এই অনুষ্ঠান।

তথ্যসূত্র: এক্সপ্রেস ট্রিবিউন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
প্রযুক্তি সহায়তায়: রিহোস্ট বিডি