ভারতের গুজরাটে নদীতে সেতু ভেঙে পড়ে ৩০ জনের মৃত্যু হয়েছে। রোববার (৩০ অক্টোবর) সন্ধ্যায় রাজ্যের মোরবি জেলায় এ দুর্ঘটনা ঘটে। সেতু ভেঙে আরও শতাধিক মানুষ নদীতে তলিয়ে গেছে বলে আশঙ্কা করছে স্থানীয় কর্তৃপক্ষ। মেরামতের পর মাত্র চার দিন আগেই সেতুটি খুলে দেয়া হয়েছিল।
সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, ইতোমধ্যেই পুলিশ এবং জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে। এরইমধ্যে বেশ কয়েকজনকে উদ্ধার করে নেয়া হয়েছে হাসপাতালে।
স্থানীয় প্রশাসনের বরাতে এনডিটিভি জানায়, দুর্ঘটনার সময় প্রায় ৫০০ মানুষ সেতুটির ওপর ছিল। এর মধ্যে শতাধিক মানুষ নদীতে তলিয়ে গেছেন বলে আশঙ্কা করা হচ্ছে। এখন পর্যন্ত ৩০ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গুজরাট সফরের মধ্যেই ভেঙে পড়ে সেতুটি।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এ দুর্ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, সেতুটি ভেঙে পড়ার মুহূর্তে ক্যাবল ধরে বাঁচার চেষ্টা করছেন অনেকে।
সেতুটি তৈরি হয়েছিল ১৮৭৯ সালে। মেরামতের জন্য গত সাত মাস ধরে বন্ধ ছিল এটি। কংগ্রেসের অভিযোগ, নির্বাচনের জন্য তড়িঘড়ি করে চালু করা হয়েছিল সেতুটি। বিরোধী অন্যদের অভিযোগ, মোদি সরকারের দুর্নীতির কারণেই সেতুটি ভেঙে পড়েছে। গোয়েন্দা সংস্থার মাধ্যমে এ দুর্ঘটনা তদন্তের দাবি জানিয়েছে তারা।