1. rashidarita21@gmail.com : bastobchitro :
রাখাইনে মিয়ানমারের ২০ সেনা নিহত | Bastob Chitro24
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৬:৫৭ পূর্বাহ্ন

রাখাইনে মিয়ানমারের ২০ সেনা নিহত

ঢাকা অফিস
  • আপডেট টাইম : শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২

মিয়ানমারের রাখাইন রাজ্যে সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির (এএ) হামলায় দেশটির সরকারি বাহিনীর অন্তত ২০ সেনা নিহত হয়েছে। সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে এ হামলার ঘটনা ঘটে।

এদিন সকালে রশদ সংগ্রহের জন্য মিয়ানমার সেনাবাহিনীর প্রায় ৩০ সদস্যের একটি দল সিত্তে-কিয়কতাউ সড়ক সংলগ্ন বুদ্ধা নামক একটি গ্রামের দিকে রওয়ানা হয়। এ সময় সেনা দলটির ওপর অতর্কিত হামলা চালায় আরাকান আর্মি (আআ)। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

সূত্র জানিয়েছে, প্রায় ঘণ্টাব্যাপী ওই সংঘর্ষে অন্তত ২০ জান্তা সেনা নিহত হয়েছে। এর আগে ওই গ্রামের আশেপাশে নিকটবর্তী সেনাবাহিনীর একটি ঘাঁটি থেকে ব্যাপক গোলাবর্ষণ করা হয়। গোলাবর্ষণের মুখে বুদ্ধা, কুন ওন সু ও ইয়েত নোয়ে তং নামে অন্তত তিনটি গ্রাম থেকে অধিবাসীরা পালিয়ে যেতে বাধ্য হয়।

২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির নাগরিক রোহিঙ্গাদের ওপর নির্মম সামরিক অভিযান চালায় মিয়ানমার সেনাবাহিনী। শত শত রোহিঙ্গা গ্রাম আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। শিশু ও নারীসহ শত শত রোহিঙ্গাকে নির্মমভাবে হত্যা করে। নজিরবিহীন দমন-পীড়ন ও গণহত্যার জেরে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে পালিয়ে আসে ৭ লাখেরও বেশি রোহিঙ্গা। আগে থেকে আশ্রিত আরও প্রায় পাঁচ লাখ রোহিঙ্গার সঙ্গে যোগ হয়ে যা প্রায় ১২ লাখে দাঁড়িয়েছে। বাংলাদেশ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের জোরালো দাবি সত্ত্বেও মিয়ানমারে রোহিঙ্গাদের প্রত্যাবাসনে কোনো অগ্রগতি হয়নি।

এ ব্যাপারে বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস বলেছেন, রোহিঙ্গাদের একটি নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের পরিস্থিতি বর্তমানে মিয়ানমারে নেই। তার ভাষায়, ‘দুঃখজনক হলেও সত্য যে, শিগগিরই তেমন পরিস্থিতি তৈরি হবে বলে মনে হয় না।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
প্রযুক্তি সহায়তায়: রিহোস্ট বিডি