যুক্তরাষ্ট্রে বর্ণিল আয়োজনে বরণ করে নেয়া হলো ইংরেজি নববর্ষ। নিউইয়র্কের টাইম স্কয়ারে ঐতিহাসিক বল ড্রপ ও আতশবাজির মাধ্যমে নতুন বছর অর্থাৎ ২০২৩ সালকে বরণ করে নেন লাখো মানুষ।
ঘড়ির কাটা ১২টার ঘরে পৌঁছাতেই বল ড্রপের মাধ্যমে শুরু হয় নতুন বছর। প্রথম প্রহরে লাখো মানুষের সমাবেশ জানান দিল নতুন বছর সমাগত। রঙ-বেরঙের আতশবাজি, ফেস্টুন, বেলুন উড়িয়ে আর হর্ষ ধ্বনিতে বিশ্বের বাণিজ্যিক রাজধানী নিউইয়র্কের টাইম স্কয়ারে তখন অন্য রকম এক দৃশ্য। বিশ্বের বিভিন্ন দেশ থেকে এ দৃশ্য উপভোগ করতে জড়ো হন বহু মানুষ।
নিউইয়র্ক বাংলাদেশি অধ্যুষিত এলাকা। নববর্ষের আনন্দেও এখানে সামিল বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি। শুধু নিউইয়র্ক নয়, যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য এমনকি কানাডা থেকেও টাইম স্কয়ারে নববর্ষ উদযাপন করতে আসেন অনেকে।
আর নিউইয়র্কের প্রবাসীরা যারা এসেছেন নতুন বছরকে স্বাগত জানাতে, তারা বাংলাদেশের জন্য শুভ কামনা জানিয়েছেন।
ওয়াশিংটন, ফ্লোরিডা, টেক্সাস, নিউ অরলিন্স, বোস্টন, লস অ্যাঞ্জেলেস ও রাজধানী ডিসিতেও সাড়ম্বরে নতুন বছরকে বরণ করে নিয়েছেন সবাই।