1. rashidarita21@gmail.com : bastobchitro :
মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন আনোয়ার ইব্রাহিম | Bastob Chitro24
শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ১১:৩১ অপরাহ্ন

মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন আনোয়ার ইব্রাহিম

ঢাকা অফিস
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২

নির্বাচন পরবর্তী অচলাবস্থা ও সব জল্পনার অবসান ঘটিয়ে মালয়েশিয়ার পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন বিরোধী দলীয় নেতা আনোয়ার ইব্রাহিম। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দেশটির রাজা নতুন প্রধানমন্ত্রী হিসেবে আনোয়ার ইব্রাহিমের নাম ঘোষণা করেছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম সিএনএন।

একই দিনে অর্থাৎ বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল ৫টায় তিনি শপথ নেয়ার কথা। এর মধ্যদিয়ে দেশটির দশম প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন আনোয়ার ইব্রাহিম।

সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ শেষে ফল ঘোষণার পর থেকেই একের পর এক নাটকীয়তা দেখা যায় মালয়েশিয়ায়। কয়েক দফা আলোচনা করেও সরকার গঠন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে ব্যর্থ হয় দলগুলো। এরই পরিপ্রেক্ষিতে ‘যোগ্য ব্যক্তিকে’ প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেয়ার কথা জানান দেশটির রাজা আবদুল্লাহ আহমাদ শাহ। নির্দিষ্ট সময়ের মধ্যে সরকার গঠন করতে রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে সমঝোতায় ব্যর্থ হওয়ায় মঙ্গলবার (২২ নভেম্বর) এ কথা জানিয়েছিলেন তিনি।

মালয়েশিয়ার সংবিধান অনুযায়ী, রাজনৈতিক দলগুলো সরকার গঠনে ব্যর্থ হলে রাজা হস্তক্ষেপ করেন। তবে শেষ সুযোগ হিসেবে সোমবার (২১ নভেম্বর) দেশটির রাজা নোটিশ জারি করেন। এতে, মঙ্গলবার দুপুর ২টার মধ্যে সব জোটকে ২১৯টি সংসদীয় আসনের মধ্যে ১১২টি আসন নিয়ে জোট সরকার গঠনের জন্য তালিকা জমা দিতে বলা হয়। তালিকা পাওয়ার পর নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করার কথা জানানো হয়েছিল।

গত ১৯ নভেম্বর মালয়েশিয়ার ১৫তম সাধারণ নির্বাচনে ২১৯টি সংসদীয় আসনের মধ্যে কোনো রাজনৈতিক দলই একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। তবে মুহিউদ্দিন ইয়াসিন এবং বিরোধীদলীয় নেতা আনোয়ার ইব্রাহিম আলাদা সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন, সংখ্যাগরিষ্ঠতার দিক থেকে তাদের দুটি জোটই সরকার গঠনের জন্য প্রস্তুত।

নির্বাচনী ফলাফলে দ্বিতীয় অবস্থানে থাকা পেরিকাতান ন্যাশনাল জোটের মুহিউদ্দিন ইয়াসিন ৭৩টি আসন নিয়ে অন্য দলগুলোর সঙ্গে জোট সরকার গঠন করলেও, বিরোধীদলীয় নেতা আনোয়ার ইব্রাহিমের নেতৃত্বাধীন জোট পাকাতান হারাপানের সঙ্গে কোনোভাবেই আপস করবেন না বলে সংবাদ সম্মেলনে জানান তিনি।

ফলে একক সংখ্যাগরিষ্ঠতা পেতে ব্যর্থ হয়ে ৩০টি আসন নিয়ে তৃতীয় অবস্থানে থাকা ক্ষমতাসীন জোট বারিসান ন্যাশনাল জোট নেতাদের সঙ্গে সোমবার বৈঠক করেন ৮২টি আসন নিয়ে প্রথম অবস্থানে থাকা বিরোধী নেতা আনোয়ার ইব্রাহিমের জোট পাকাতান হারাপানের নেতারা। আর বৃহস্পতিবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে আনোয়ার ইব্রাহিমের নামই ঘোষণা করলেন রাজা আবদুল্লাহ আহমাদ শাহ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
প্রযুক্তি সহায়তায়: রিহোস্ট বিডি