1. rashidarita21@gmail.com : bastobchitro :
মালয়েশিয়ায় ট্যাংকে পড়ে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু | Bastob Chitro24
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৪:৩৩ অপরাহ্ন

মালয়েশিয়ায় ট্যাংকে পড়ে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

ঢাকা অফিস
  • আপডেট টাইম : শনিবার, ২২ অক্টোবর, ২০২২

মালয়েশিয়ায় পেরাক রাজ্যের তাইপিং শহরের সিমপাংয়ের তামান লেজেন্ডায় এলাকার সুয়ারেজের বিষাক্ত গ্যাসের ট্যাংকে পড়ে এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে।

এ ঘটনায় উদ্ধার কাজে গিয়ে মিথেন গ্যাসের কারণে আহত হয়েছেন মালয়েশীয় ফায়ার সার্ভিসের বেশ কয়েকজন কর্মী। শুক্রবার (২১ অক্টোবর) নির্মাণ সাইটে স্যুয়ারেজ ট্যাংকে পড়ে মৃত্যু হয় ৩০ বছর বয়সী ওই বাংলাদেশি শ্রমিকের। তবে বাংলাদেশি ওই শ্রমিকের বিস্তারিত পরিচয় জানায়নি পুলিশ।

পেরাক রাজ্যের ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের একজন মুখপাত্র জানান, শুক্রবার দুপুর আড়াইটার দিকে জরুরি একটি ফোন কল পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধার কর্মীরা।

তিনি বলেন, নির্মাণ কাজ করতে গিয়ে ওই বাংলাদেশি ৩ মিটার গভীর ট্যাঙ্কের নীচে পড়ে যায়। এর পর দমকল বাহিনীর কর্মীরা প্রতিরক্ষামূলক পোশাক পরে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় সুয়ারেজ থেকে তাকে উপরে নিয়ে আসে।

স্থানীয় স্বাস্থ্য বিভাগ ঘটনাস্থলেই ৩০ বছর বয়সী ওই বাংলাদেশিকে মৃত ঘোষণা করেন এবং পরবর্তী পদক্ষেপের জন্য তারা স্থানীয় পুলিশের কাছে মৃত দেহ হস্তান্তর করেন।

এ দিকে ট্যাংকে পড়া বাংলাদেশি শ্রমিককে উদ্ধার করতে গিয়ে মিথেন গ্যাসের প্রভাবে অসুস্থ হয়ে পড়েছেন ফায়‍ার সার্ভিসের উদ্ধারকর্মীরা। পরে তাদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ছাড়া ওই এলাকার অন্য কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশ দেয়া হয়েছে কর্তৃপক্ষকে। কর্মীদের বিপজ্জনক পরিবেশে কাজে নামতে বাধ্য করা হয়েছে কিনা সেটি জানতে তদন্তের ঘোষণা দিয়েছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
প্রযুক্তি সহায়তায়: রিহোস্ট বিডি