1. rashidarita21@gmail.com : bastobchitro :
পাকিস্তানে বাসে আগুন, ১৭ জনের মৃত্যু | Bastob Chitro24
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৫:৩০ পূর্বাহ্ন

পাকিস্তানে বাসে আগুন, ১৭ জনের মৃত্যু

ঢাকা অফিস
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২

পাকিস্তানের দক্ষিণাঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্ত লোকজনকে বহনকারী বাসে আগুন লেগে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অনেকে। খবর রয়টার্স।

সংবাদমাধ্যমের খবরে জানা যায়, বুধবার (১২ অক্টোবর) রাতে বন্দর শহর করাচিকে সিন্ধু প্রদেশের হায়দ্রাবাদ ও জামশোরো শহরের সঙ্গে সংযোগকারী এম-৯ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

পাকিস্তানের সংসদীয় স্বাস্থ্যসচিব সিরাজ কাসিম সুমরো সাংবাদিকদের বলেন, দুর্ঘটনায় এ পর্যন্ত ১৭ জন যাত্রীর মৃত্যু হয়েছে, আহত ১০ জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা যায়, বাসটিতে বন্যাদুর্গত ৩৫ জন যাত্রী ছিলেন।জামশোরোর জেলা প্রশাসক আসিফ জামিল বলেন, ওই বাসে যারা ছিলেন তারা বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষ। তারা ওই মহাসড়কের আশপাশে কোথাও আশ্রয় নিয়েছিলেন। দাদু জেলার নিজেদের বাড়িতে ফিরছিলেন তারা।

জেলা প্রশাসক বলেন, তারা ব্যক্তিগত উদ্যোগে ভাড়া করা গাড়ি ব্যবহার করছিলেন।

কী কারণে বাসটিতে আগুন লেগেছে সে বিষয়ে জানাতে পারেনি পুলিশ। তবে তারা জানিয়েছে, বাসটির পেছনের অংশে আগুনের সূত্রপাত হয়ে সামনের অংশে ছড়িয়ে পড়ে।

পাকিস্তানের স্মরণকালের ভয়াবহ বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত জেলাগুলোর একটি দাদু।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
প্রযুক্তি সহায়তায়: রিহোস্ট বিডি