1. rashidarita21@gmail.com : bastobchitro :
৩৬ বছর অপেক্ষার অবসানে জাদুকরের পানে চেয়ে আর্জেন্টিনা | Bastob Chitro24
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৯:৫৪ পূর্বাহ্ন

৩৬ বছর অপেক্ষার অবসানে জাদুকরের পানে চেয়ে আর্জেন্টিনা

ঢাকা অফিস
  • আপডেট টাইম : রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২

৯২ বছরের বিশ্বকাপ ইতিহাসে এর আগে পাঁচটি ফাইনাল খেলেছে আর্জেন্টিনা। ক্যাম্পেস এবং ম্যারাডোনা নৈপুণ্যে জয় করেছে দুটি বিশ্বকাপ। লিওনেল মেসি নৈপুন্যে ২০১৪ আসরে রানার্স আপ হয়েছিলো তারা। আট বছর পর এই জাদুকর আবারো স্বপ্ন দেখাচ্ছে আলবিসেলেস্তেদের ৩৬ বছরের অপেক্ষার অবসানের।

আর্জেন্টাইনদের কাছে লিওনেল মেসি দেবতাতূল্য। তার কাছেই যেন বিশ্বকাপ নিয়ে সব ফরিয়াদ তাদের। তিনি হাসলে গোটা আর্জেন্টিনা হাসে। তার অশ্রুতে হৃদয়ে রক্তক্ষরণ হয় কোটি ভক্তের। আরও একটি ফাইনালের আগে এই ম্যাজিক ম্যানের দিকে তাকিয়ে আর্জেন্টিনা।

ম্যারাডোনা যুগ শেষ হবার পর আর্জেন্টিনার বিশ্বকাপ ফাইনাল স্বপ্ন চলে গিয়েছিলো হিমঘরে। ২৮ বছরের অপেক্ষা শেষে আলবিসেলেস্তেদের আবারও সেই সম্ভাবনা দেখান লিওনেল মেসি ২০১৪-তে। তবে ভাগ্যের টানাপড়েনে ভুলে নিঃশ্বাস দুরুত্ব থেকে ফিরেছিলো আলেহান্দ্রো সাবেয়ার দল।

বিশ্ব ফুটবলে আর্জেন্টিনার শক্তিমত্তা প্রকাশ ৭০-এর দশকে। ৭৮-এ এসে নিজের ঘরে আয়োজন ওদের। প্রথমবারের মত অধরা শিরোপা ছুঁয়ে দেখার সুযোগ। মারিও ক্যাম্পেস সেই স্বপ্ন সত্যি করে আর্জেন্টাইনদের মাতান বিশ্ব জয়ের আনন্দে।

এত আসরের বিরতি দিয়ে ৮৬ বিশ্বকাপ নিয়ে আবারও তুমুল আলোচনা। আর্জেন্টিনা দলে সেবার নক্ষত্রের মত আবির্ভাব দিয়াগো ম্যানাডোনার। ‘হ্যান্ড অফ গড’ এর পরে গোল অব দ্য সেঞ্চুরি। এসব কীর্তি গড়ে তিনি আকাশি নীলদের উপহার দিলেন দ্বিতীয় বিশ্ব জয়ের স্বাদ। ম্যারাডোনার নামের পাশে জুটলো ফুটবল ঈশ্বর তকমা।

ম্যারাডোনা যুগে এসে ভিন্ন মাত্রা আসে ব্রাজিল-আর্জেন্টিনা দ্বৈরথে। পেলে সর্বকালের সেরা ফুটবলার। একটা পক্ষ এতদিন অন্ধের মত বিশ্বাস করেছিলো এটা। তবে ম্যারাডোনার আবির্ভাবে শুরু হলো বিতর্ক, কে সেরা? ৯০ বিশ্বকাপটা যদি তিনি পাইয়ে দিতেন তবে সে তর্ক হয়তো থেমে যেতো ওখানেই। তবে ফাইনালে আর্জেন্টিনা বাধা পড়ে জার্মানির কাছে।

একেবারে বিশ্বকাপের গোঁড়া পত্তনেই ফাইনাল খেলেছিলো আর্জেন্টিনা। ১৯৩০ এ তখন একক আধিপত্য উরুগুয়ের। সেখানে ভাগ বসাতে পারেনি আলবিসেলেস্তে। প্রথম আসরেই রানার্স আপের তকমা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
প্রযুক্তি সহায়তায়: রিহোস্ট বিডি