1. rashidarita21@gmail.com : bastobchitro :
হঠাৎ অসুস্থ, প্রস্তুতি ম্যাচে নেই রোনালদো | Bastob Chitro24
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৫:২৯ পূর্বাহ্ন

হঠাৎ অসুস্থ, প্রস্তুতি ম্যাচে নেই রোনালদো

ঢাকা অফিস
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২

বিশ্বকাপের আগ মুহূর্তে হঠাৎ অস্বস্তি পর্তুগাল শিবিরে। না, কেউ ইনজুরিতে পড়েনি, তবে অসুস্থ হয়ে পড়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। যে কারণে বুধবার (১৬ নভেম্বর) দলের সঙ্গে অনুশীলনে যোগ দিতে পারেননি সিআরসেভেন। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, হঠাৎ করে পেটের পীড়ায় আক্রান্ত হয়েছেন রন।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) বিশ্বকাপের আগে একমাত্র প্রস্তুতিম ম্যাচে লিসবনে নাইজিরিয়ার মুখোমুখি হবে পর্তুগাল। কিন্তু তার আগে জাতীয় দলের কোচ ফার্নান্দো সান্তোস জানিয়ে দেন, ম্যাচে থাকছেন না রোনালদো। তিনি পেটের সমস্যায় আক্রান্ত হয়েছেন। আর তাই কাতার রওনা হওয়ার আগে তিনি ঝুঁকি নিয়ে খেলাতে চান না পর্তুগিজ সুপারস্টারকে। তাকে বিশ্রামে থেকে সুস্থ হতে বলা হয়েছে।

তবে সমর্থকদের দুশ্চিন্তার কিছু নেই বলেও আশ্বস্ত করেছেন সান্তোস। তিনি জানান, রোনালদো শারীরিকভাবে ভালো আছেন। তার অসুস্থতা নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই।

ব্রিটিশ জনপ্রিয় উপস্থাপক পিয়ার্স মরগানকে দেয়া এক সাক্ষাৎকারে ক্লাব ও কোচ নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন রোনালদো। যা নিয়ে তোলপাড় বিশ্ব ফুটবলে। আর তাই সে প্রসঙ্গ টেনে কোচ সান্তোসের কাছে জানতে চাওয়া হয়, সত্যিই কী রোনালদোর পেটে সমস্যা নাকি এটা একটা অজুহাত।

পর্তুগিজ কোচ বলেন, পেটের সমস্যা যদি অন্য কোনো খেলোয়াড়ের হতো, তাহলে হয়তো এ প্রশ্ন আসতো না। অবশ্যই তার পেটে সমস্যা রয়েছে এবং খেলার মতো কোনো অবস্থাতেই নেই তিনি।

এদিকে, এপ্রিলে যমজ সন্তানের বাবা হয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু আনন্দের সেই মুহূর্ত দীর্ঘস্থায়ী হয়নি। তাদের জন্মের কয়েক ঘণ্টা পরই রোনালদো জানান, যমজ সন্তানের একজন, পুত্র সন্তানের মৃত্যু হয়েছে। ছয় মাসের বেশি সময় অতিক্রান্ত হলেও পর্তুগিজ কিংবদন্তি সন্তান হারানোর যন্ত্রণা বহন করে চলেছেন। বাবা এবং সন্তানের চিতাভস্ম রয়েছে তার বাড়িতেই। যা নিয়ে তিনি বলেন, ‘আমি সবসময়ই ওদের সঙ্গে কথা বলি। ওরাই আমাকে আরও ভালো একজন মানুষ, বাবা হতে সাহায্য করে। ওদের কাছ থেকে অনুপ্রেরণা পাওয়া আমার কাছে গর্বের।’

রোনালদো অকপটে জানিয়েছেন, যমজ সন্তানের জন্মের পরে দ্বিতীয় শিশু কোথায় গেল, তা জানতে চেয়েছিল বিভ্রান্ত অন্য সন্তানরা। টিভি সাক্ষাৎকারে সেই ঘটনার কথা বলতে গিয়ে কেঁদে ফেলেন তিনি। ‘জিয়ো (বান্ধবীকে এই নামেই ডাকেন তিনি) বাড়ি ফিরতেই আমার অন্য বাচ্চারা প্রশ্ন করতে শুরু করল, আর একটি শিশু কোথায়?’

রোনালদো তখন শোওয়ার ঘরে ১২ বছরের জুনিয়র ক্রিস্টিয়ানোকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে সত্যি ঘটনা বাকিদের বলেন। ছিল দুই সন্তান এভা এবং মাতেও। যাদের বয়স পাঁচ। অন্য কন্যা চার বছরের আলানা মার্টিনা।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
প্রযুক্তি সহায়তায়: রিহোস্ট বিডি