1. rashidarita21@gmail.com : bastobchitro :
সৌদিতে পৌঁছেছে মেসি-এমবাপ্পেরা | Bastob Chitro24
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৬:৩৮ পূর্বাহ্ন

সৌদিতে পৌঁছেছে মেসি-এমবাপ্পেরা

ঢাকা অফিস
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি, ২০২৩

আল নাসের ও আল হিলালের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে সৌদি আরবে পৌঁছেছে পিএসজি। দেশটির সেরা দুই ক্লাবের ফুটবলারদের নিয়ে গঠিত রিয়াদ একাদশের বিপক্ষে মাঠে নামার আগে রোমাঞ্চিত মেসিরাও।

সৌদি আরবের কিং ফাহাদ স্টেডিয়ামে বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বাংলাদেশ সময় রাত ১১টায় মাঠে গড়াবে ম্যাচটি।

লড়াইয়ে নামার একদিন বুধবার (১৮ জানুয়ারি) সৌদিতে পৌঁছেছে পিএসজি। ইতোমধ্যে ফুটবলারদের মধ্যে চলছে নানা ধরনের খুঁনসুটি। বিমানবন্দরে নেমে বেশ ফুরফুরে মেজাজেই দেখাই গেছে নেইমার-মেসি-এমবাপ্পেদের।

স্প্যানিশ সুপার কাপের ফাইনালে রিয়াল-বার্সা দ্বৈরথের রোমাঞ্চ শেষ না হতেই এবার সেই কিং ফাহাদই আরও একবার সাক্ষী হতে যাচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী মেসি-রোমানলদো দ্বৈরথের। পিএসজি বনাম রিয়াদ একাদশের ম্যাচ ঘিরে সবার নজর এখন এই কিং ফাহাদের দিকেই। স্টেডিয়ামের আসন সংখ্যার বিপক্ষে এই ম্যাচ ঘিরে দর্শকদের টিকিট চাহিদা অনেকগুণে বেশি। ৬৮ হাজার আসনের বিপক্ষে টিকিটের আবেদন পড়েছে ২০ লাখেরও বেশি।

সর্বোচ্চ ৮০ হাজার দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন কিং ফাহাদের চারিদিকে এখন শুধুই একটি টিকিটের জন্য হাহাকার। শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষায় মেসি-রোনালদো ভক্তরা। তবে, মেসি-রোনালদোদের এই ম্যাচ দেখার জন্য নাছড়বান্দা এক সৌদি ব্যবসায়ী। যিনি সর্বোচ্চ ২.৬ মিলিয়ন ইউরোর বিনিময়ে কিনেছেন সবচেয়ে দামি টিকিটটি।

বিভিন্ন গণমাধ্যমের বরাতে জানা যায়, আকর্ষণীয় সব সুযোগ থাকছে এই সৌদি ব্যবসায়ীর জন্য। সবচেয়ে দামি এই টিকিটের বিনিময়ে তার জন্য থাকছে ভিআইপি বক্সে বসে খেলা ও মহাতারকা মেসি-রোনালদোদের সঙ্গে দেখা করা এবং ছবি তোলার সুযোগ। ম্যাচ উপলক্ষে আয়োজিত ডিনারেও যোগ দেয়ার সুযোগ থাকছে তার জন্য।

এদিকে সবশেষ ২০২০ সালের ডিসেম্বরে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে মুখোমুখি হয়েছিল মেসি ও রোনালদো। রোনালদোর জোড়া গোলে সে ম্যাচে বার্সেলোনাকে ৩-০ গোলে হারিয়েছিল য়্যুভেন্তাস। কিন্তু রোনালদো সৌদি আরবের ক্লাব আল-নাসরে যোগ দেয়ায় তাদের মধ্যে চ্যাম্পিয়ন্স লিগে মুখোমুখি হওয়ার শেষ সম্ভাবনাটুকুও এখন নেই।

একমাত্র উপায় ছিল প্রীতি ম্যাচ। সেই ব্যবস্থাটাই এবার করে দিয়েছে সৌদি আরবের দুই ক্লাব আল -নাসর ও আল-হিলাল এবং কাতারের মালিকানাধীন ক্লাব পিএসজি।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
প্রযুক্তি সহায়তায়: রিহোস্ট বিডি