লিওনেল মেসির স্বাক্ষরিত জার্সি নিলামে তুলেছেন আর্জেন্টাইন জনপ্রিয় অভিনেত্রী মিরথা লেগ্রান্ড। জার্সিটি ২৭০০ ডলারে নিলামে তোলা হলেও বিশ্বকাপের পর এর চাহিদা বেড়েছে অনেক গুণ। লিওনেল মেসির এই জার্সি বিক্রির টাকা ব্যয় করা হবে মা ও শিশু সেবায় নিয়োজিত একটি হাসপাতালের জন্য।
লিওনেল মেসি; যার বাঁ পায়ের জাদুতে মুগ্ধ পুরো বিশ্ব। কাতার বিশ্বকাপে তিন যুগের অবসান ঘটিয়ে মরুর বুকে ঝড় তুলে জয় করেছেন বিশ্বকাপ ট্রফি। সেই ঘোর এখনো কাটেনি আর্জেন্টাইনদের। সোনালি ট্রফিটা জিতে ‘গ্রেটেস্ট অব অল টাইম’ বনে গেছেন এই আর্জেন্টাইন তারকা।
বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন সুপারস্টারের যেকোনো বিষয়ে ভক্ত-সমর্থকদের আগ্রহ থাকে অনেক বেশি। আর তা যদি হয় আকাশি-সাদা জার্সির মহানায়কের জার্সি, তাহলে তো সে জার্সি কিনতে কাঁড়ি কাঁড়ি টাকা খরচ করতেও পিছপা হন না ভক্তরা।
লেগ্রান্ডের কাছে থাকা জার্সিটি নিলামে তোলা হয়েছিল ২৭০০ ডলার ভিত্তিমূল্যে। যদিও মেসির বিশ্বকাপ জয়ের পর সে জার্সির দাম বেড়ে গেছে কয়েকগুণ বেশি। জার্সি কিনতে রীতিমতো অর্থের ঝনঝনানিতে মেতে ওঠে বিশ্বের নানা প্রান্তের লিও ভক্তরা। তবে শেষ পর্যন্ত ঠিক কত টাকায় নিলাম হয়েছে মেসির জার্সিটি তা জানা যায়নি।
লেগ্রান্ড বলেন, ‘যেদিন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির মা আমাকে ফোন করেছিলেন আমি বিশ্বাস করতে পারিনি। মেসির জার্সি উপহার পাওয়া আমার জন্য অনেক বড় একটি উপহার ছিল। এই জার্সিটি বিক্রি করে যে টাকা পাব তা আমরা একটি হাসপাতালে দান করব।’
মূলত, আর্জেন্টাইন জনপ্রিয় অভিনেত্রী মিরথা লেগ্রান্ডের অভিনয়ের প্রশংসা করতেই তার সঙ্গে যোগাযোগ করেছিলেন মেসির মা। এরপরই তার জন্য উপহার হিসেবে এলএমটেনের স্বাক্ষর করা একটি জার্সি পাঠিয়েছিলেন তার মা।