1. rashidarita21@gmail.com : bastobchitro :
রোনালদো-মেসিদের ম্যাচের গোল্ডেন টিকিটের মূল্য ছাড়িয়েছে ২৭ কোটি টাকা | Bastob Chitro24
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৬:৩০ পূর্বাহ্ন

রোনালদো-মেসিদের ম্যাচের গোল্ডেন টিকিটের মূল্য ছাড়িয়েছে ২৭ কোটি টাকা

ঢাকা অফিস
  • আপডেট টাইম : শনিবার, ১৪ জানুয়ারি, ২০২৩

ক্রিস্টিয়ানো রোনালদোর নতুন ক্লাব আল-নাসর ও আল-হিলালের যৌথ একাদশের সঙ্গে আগামী ১৯ জানুয়ারি একটি প্রীতি ম্যাচ খেলবে মেসি-নেইমার-এমবাপ্পের পিএসজি। সৌদি আরবের কিং ফাহাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া ওই ম্যাচের গোল্ডেন টিকিটের মূল্য ইতোমধ্যে ১০ কোটি সৌদি রিয়ালে পৌঁছেছে বলে জানাচ্ছে আরব নিউজ। বাংলাদেশ মুদ্রায় যা ২৭ কোটি টাকার বেশি।

লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর মুখোমুখি লড়াই দেখার জন্য বুঁদ হয়ে থাকে ফুটবল বিশ্ব। লা লিগায় একসময় নিয়মিতই দেখা হতো এ দুই প্রতিদ্বন্দ্বীর। কিন্তু রোনালদো রিয়াল মাদ্রিদ ছেড়ে যাওয়ার পর তাদের মুখোমুখি লড়াই দেখা থেকে অনেকটাই বঞ্চিত হয়ে যায় ফুটবলপ্রেমীরা।

সবশেষ ২০২০ সালের ডিসেম্বরে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে এ ‍দুই তারকা পরস্পরের মুখোমুখি হয়েছিল। রোনালদোর জোড়া গোলে সে ম্যাচে বার্সেলোনাকে ৩-০ গোলে হারিয়েছিল য়্যুভেন্তাস। কিন্তু রোনালদো এখন সৌদি আরবের ক্লাব আল-নাসরে যোগ দেয়ায় তাদের মধ্যে চ্যাম্পিয়ন্স লিগে মুখোমুখি হওয়ার শেষ সম্ভাবনাটুকুও এখন নেই। একমাত্র উপায় ছিল প্রীতি ম্যাচ।

সেই ব্যবস্থাটাই এবার হাতে নিয়েছে সৌদি ন্যাশনাল প্ল্যাটফর্ম ফর চ্যারিটেবল ওয়ার্ক । মেসি-রোনালদো দ্বৈরথ নিয়ে ফুটবল বিশ্বের যে অপেক্ষা তার অবসান ঘটাতে যাচ্ছে তারা। সৌদি আরবের সেরা দুই ক্লাব আল-নাসর ও আল-হিলারের যৌথ একাদশের বিপক্ষে আগামী ১৯ জানুয়ারি কিং ফাহাদ স্টেডিয়ামে পিএসজির একটি প্রীতি আয়োজন করেছে সংস্থাটি। সবকিছু ঠিক থাকলে সেখানে দেখা হয়ে যাবে রোনালদো ও মেসির।

রোনালদো-মেসি-নেইমার-এমবাপ্পে বর্তমান বিশ্বের অন্যতম সেরা এ চার তারকার ম্যাচ দেখতে ইতোমধ্যে ২০ লাখ টিকিটের আবেদন পড়েছে। এর মধ্যে সৌদি ন্যাশনাল প্ল্যাটফর্ম ফর চ্যারিটেবল ওয়ার্ক ওই ম্যাচে একটি বিশেষ টিকিট (গোল্ডেন টিকিট) নিলামে তুলেছে। এ টিকিটের মালিক মেসি-রোনালদোদের সঙ্গে ব্যক্তিগতভাবে শুধু দেখা করাই নয়, দুই দলের ড্রেসিং রুমেও প্রবেশ করতে পারবেন। একই সঙ্গে অফিশিয়াল ডিনারে অংশ নিতে পারবেন। সেই সঙ্গে জয়ী দলের অফিশিয়াল ছবিতেও অংশ নেয়ার সুযোগ পাবেন।

গত ৯ জানুয়ারি এই টিকিটের ভিত্তিমূল্য হাঁকা হয়েছে ১০ লাখ রিয়াল। সেই টিকিট পেতে ৩০ লাখ রিয়াল পর্যন্ত মূল্য দিতে রাজি হন সৌদি ব্যবসায়ী আবদুল আজিজ বাঘলেফ। আরেক সৌদি ব্যবসায়ী সেই টিকিটের দাম নিয়ে যান ৭০ লাখ রিয়ালে। পরে সেটি আরও ২০ লাখ বাড়িয়ে ৯০ লাখে তুলে দেন।

সে টিকিট পেতে সৌদি আরবের প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠান আজম টেক কোম্পানির স্বত্বাধিকারী মুহাম্মদ আল মুনাজেম ৯৩ লাখ রিয়াল খরচ করতে রাজি হয়েছেন। আরব নিউজ জানাচ্ছে, বৃহস্পতিবার (১২ জানুয়ারি) আজম টেক কোম্পানিকে ছাড়িয়ে সে টিকিটের জন্য ১০ কোটি রিয়াল দিতে রাজি হয়েছেন সৌদি আরবের রিয়াল স্টেট ব্যবসায়ী মুশরেফ বিন আহমেদ আল-ঘামদি। ১৭ জানুয়ারি সৌদি আরবের স্থানীয় সময় রাত ১১টা ৩০ পর্যন্ত এ টিকিট কিনতে নিলামে অংশ নিতে পারবেন ফুটবলপ্রেমীরা। এরমধ্যে হয়তো এ টিকিটের মূল্য বেড়ে যাবে আরও কয়েকগুণ।

এই টিকিট বিক্রির অর্থ সৌদি আরবের জাতীয় চ্যারিটি এহসান ফান্ডে জমা করা হবে। যেখান থেকে দুস্থ ও এতিম ছাত্রছাত্রীদের কল্যাণে ব্যয় করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
প্রযুক্তি সহায়তায়: রিহোস্ট বিডি