টি-টোয়েন্টি যদি হয় চার-ছক্কার ধুমধাড়াক্কা খেলা তবে পিএসএলে পেশোয়ার জালমি বনাম কোয়েটা গ্লাডিয়েটর্সের ম্যাচটি হতে পারে তার আদর্শ বিজ্ঞাপন। দুদলের পক্ষেই দুজন হাঁকালেন বিস্ফোরক সেঞ্চুরি। ৪৮৩ রানের ম্যাচের পরতে পরতে বিস্ময়!
রাওয়ালপিন্ডিতে বুধবার (৮ মার্চ) পেশোয়ার জালমির করা ২৪০ রান ১০ বল হাতে রেখেই টপকে গেছে কোয়েটা গ্লাডিয়েটর্স। পেশোয়ারের বাবর আজমের সেঞ্চুরির জবাবে কোয়েটার হয়ে সেঞ্চুরি করেন জেসন রয়।
এদিন আগে ব্যাট করা পেশোয়ার বাবর আজমের ৬৫ বলে ১১৫ রান ও সায়েম আইয়ুবের ৩৪ বলে ৭৪ রানের ইনিংসে ভর করে নির্ধারিত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে সংগ্রহ করে ২৪০ রান। বাবরের ১১৫ রানের ইনিংসে ছিল ১৫টি চার ও ৩টি ছয়। এটি তার টি-টোয়েন্টি ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি। ২০ বছর বয়সী সায়েম ৬ চার ও ৫ ছয়ে তার ইনিংসটি খেলেন।
আরেক ওপেনার মার্টিন গুপটিল ৮ বলে ২১ রান করে বিদায় নিলেও রয় খেলেন ৬৩ বলে ১৪৫ রানের অতিমানবীয় এক ইনিংস। দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়ার পথে মেরেছেন ২০টি চার ও ৫টি ছয়।
রয় ছাড়া মোহাম্মদ হাফিজ ১৮ বলে ৪১ রান করে অপরাজিত থাকেন।
এই জয়ের পথে বেশকিছু রেকর্ড গড়েছে গ্লাডিয়েটর্স। পিএসএলে এটিই সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড। এর আগে মুলতান সুলতানস ২০২২ সালে লাহোর কালান্দার্সের দেওয়া ২০৭ রানের লক্ষ্য তাড়া করে জয়ের দেখা পেয়েছিল। গ্লাডিয়েটর্সের করা ২ উইকেটে ২৪৩ পিএসএলের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ। ২০২১ সালে ইসলামাবাদ ইউনাইটেড জালমির বিপক্ষে ২ উইকেটে ২৪৭ রান সংগ্রহ করেছিল।
জেসন রয়ের করা অপরাজিত ১৪৫ রানের ইনিংসটিই পিএসএলের ইতিহাসে ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস। এর আগে ২০১৯ সালে করাচি কিংসের হয়ে গ্লাডিয়েটর্সের বিপক্ষে কলিন ইনগ্রামের খেলা ১২৭ রানের ইনিংসটিই ছিল ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস। সেঞ্চুরি করার পথে আরও বেশ কয়েকটি মাইলফলক ছুঁয়েছেন রয়।
৪৪ বলে সেঞ্চুরি পূর্ণ করে পিএসএলের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছেন রয়। গত বছর গ্লাডিয়েটর্সের বিপক্ষেই মুলতানের হয়ে ৪৩ বলে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন রাইলি রুশো। এদিন সেঞ্চুরিতে পিএসএলে ১ হাজার রান পূর্ণ করেছেন রয়। তার চেয়ে কম ইনিংস আর কেউই পারেননি এই টুর্নামেন্টে হাজার রান পূর্ণ করতে। ১ হাজার রান করতে রয়ের লেগেছে ২৭ ইনিংস। ২৯ ইনিংসে হাজার রান পূর্ণ করা শান মাসুদ নেমে গেছেন দুইয়ে।
রয়ের দিনে রেকর্ড গড়েছেন বাবর আজমও। তার ৬০ বলে হাঁকানো সেঞ্চুরিটি যৌথভাবে পিএসএলের মন্থরতম সেঞ্চুরি।
তবে এমন রেকর্ড গড়া জয়ের পরেও গ্লাডিয়েটর্স ব্যর্থ কোয়ালিফায়ার রাউন্ডে জায়গা করে নিতে। ৯ ম্যাচ খেলে মাত্র ৩টিতে জয় পাওয়া গ্লাডিয়েটর্স পয়েন্ট তালিকায় ছয় দলের মধ্যে আছে পাঁচ নম্বরে।