1. rashidarita21@gmail.com : bastobchitro :
রমজানে নিত্যপণ্যের দাম নিয়ে ডিসিদের সতর্ক থাকার নির্দেশ বাণিজ্যমন্ত্রীর | Bastob Chitro24
রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৯:০২ পূর্বাহ্ন

রমজানে নিত্যপণ্যের দাম নিয়ে ডিসিদের সতর্ক থাকার নির্দেশ বাণিজ্যমন্ত্রীর

ঢাকা অফিস
  • আপডেট টাইম : বুধবার, ২৫ জানুয়ারি, ২০২৩

রমজানে নিত্যপণ্যের দাম নিয়ে কেউ যেন সুযোগ না নিতে পারে, সে বিষয়ে সতর্ক থাকতে জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশনা দেয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

বুধবার (২৫ জানুয়ারি) দুপুরে ওসমানী স্মৃতি মিলনায়তনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক সম্মেলন ২০২৩-এর দ্বিতীয় দিনের চতুর্থ অধিবেশন শেষে এ কথা জানান তিনি।

তিনি বলেন, রমজান মাসকে সামনে রেখে নিত্যপণ্যের বাজার নিয়ে সতর্ক থাকবেন ডিসিরা। এ ছাড়া রমজানে নিয়মিত নিত্যপণ্যের বাজার মনিটরিং করা হবে।

এ সময় ডিসিদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘আপনারা (ডিসিরা) সরকারের হাত। আপনারা সরকারের সব পদক্ষেপ বাস্তবায়ন করবেন।’ এ ছাড়া কেউ যাতে সুযোগ নিতে না পারে, সে জন্য ডিসিদের শক্ত অবস্থান নেয়ার আহবান জানান তিনি।

এদিকে বাণিজ্য প্রসারের জন্য ডিসিদের সহযোগিতা দরকার রয়েছে উল্লেখ করে টিপু মুনশি বলেন, কোরবানির সময় পশুর চামড়ার দাম নিয়ে কেউ যেন ছিনিমিনি খেলতে না পারে, সে বিষয়ে ডিসিদের সতর্ক থাকতে হবে।

এ ছাড়া বিদেশি মিশনগুলোতে কমার্শিয়াল কাউন্সিলরদের বিষয়ে ডিসিদের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, বিষয়টি বাণিজ্য মন্ত্রণালয়ের পরিকল্পনায় রয়েছে। এ বিষয়ে প্রধানমন্ত্রী কূটনৈতিক মিশন সম্পূর্ণ বজায় রাখতে বলেছেন। তারা কাজ করলে উদ্দেশ্য সফল হবে।

মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে তিন দিনব্যাপী ‘জেলা প্রশাসক সম্মেলন-২০২৩’-এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনী অনুষ্ঠানের পর রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে তিন দিনব্যাপী এ সম্মেলন শুরু হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
প্রযুক্তি সহায়তায়: রিহোস্ট বিডি