২০১৯ সালের মার্চ মাসে একটি পার্কিংয়ে এই সার্জেন্টকে অন্য অফিসারদের সঙ্গে পাঠানো হয়েছিল এক ব্যক্তিকে সাহায্য করার জন্য। তিনি আংশিক নগ্ন ছিলেন এবং মানসিক যন্ত্রণায় ভুগছিলেন বলে বোঝা যাচ্ছিল।
ঘটনাস্থলের দায়িত্বে ছিলেন স্টুয়ার্ট। তিনি সেই ব্যক্তিকে হাতকড়া পরানোর নির্দেশ দেন। অফিসাররা তখন তাকে পরিবহনের জন্য একটি বিশেষ ব্যাগে ঢোকানোর চেষ্টা করেন। এই ধরনের ব্যাগ চরম মানসিক দুর্দশায় ভোগা এবং নিজের ওপর নিয়ন্ত্রণ না থাকা ব্যক্তিদের জন্য ব্যবহার করা হয়, যাতে তারা অন্যের ক্ষতি করতে না পারেন।
কিন্তু ব্যাগের একপাশ আঁকড়ে ধরে থাকায় সে ব্যক্তিকে ব্যাগে ঢোকানো সম্ভব হচ্ছিল না। প্রসিকিউটররা জানিয়েছেন, এক পর্যায়ে সার্জেন্ট স্টুয়ার্ট তার স্টান অন্তত সাতবার ব্যবহার করেন।