1. rashidarita21@gmail.com : bastobchitro :
ম্যানসিটির প্রতিপক্ষ আর্সেনাল | Bastob Chitro24
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৩:২৬ পূর্বাহ্ন

ম্যানসিটির প্রতিপক্ষ আর্সেনাল

ঢাকা অফিস
  • আপডেট টাইম : শুক্রবার, ২৭ জানুয়ারি, ২০২৩

এফ এ কাপের চতুর্থ রাউন্ডের ম্যাচে ম্যানচেস্টার সিটির বিপক্ষে মাঠে নামছে আর্সেনাল। ইপিএল পয়েন্ট টেবিলের শীর্ষস্থানীয় দুই দলের হাইভোল্টেজ লড়াইয়ের আগে একে অপরকে সমীহ করছেন উভয় দলের কোচ।

তবে এই টুর্নামেন্টে সিটির বিপক্ষে আর্সেনালের সুখস্মৃতি, কিছুটা হলেও স্বস্তি দিচ্ছে মিকেল আর্তেতার দলকে। ইতিহাদ স্টেডিয়ামে শুক্রবার (২৭ জানুয়ারি) বাংলাদেশ সময় রাত ২ টায় শুরু হবে ম্যাচটি।

লিভারপুল, চেলসির পর আর্সেনাল। এফএ কাপে ম্যানচেস্টার সিটিকে পার করতে হচ্ছে একের পর এক বড় বাঁধা। তবে আগের দুই পরীক্ষায় উতরে যাওয়া সিটিজেনদের জন্য, চতুর্থ রাউন্ডে অপেক্ষা করছে কঠিন এক লড়াই।

আর্সেনালের ছুটতে থাকায় লিগে কঠিন এক সময় পার করছে বর্তমান চ্যাম্পিয়নরা। আর তাতে কৃতিত্ব কোচ মিকেল আর্তেতার। ৪০ বছর বয়সী সাবেক আর্সেনাল অধিনায়কের ম্যানেজমেন্টে পুরনো রূপে ফেরাতে শুরু করেছে গানার্স। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে সাবেক সহকর্মীর বন্দনা পেপ গার্দিওলার কণ্ঠে। সিটি বস মনে করেন, সামনের দিনগুলোতে তার ক্লাবের বড় মাথাব্যথার কারণ হতে পারে আর্সেনাল।

পেপ গার্দিওলা বলেন, তাদের সে যোগ্যতা রয়েছে। ক্লাব হিসেবে, ম্যানেজার হিসেবে, অবকাঠামোগত কিংবা অর্থনৈতিকভাবেও তারা এটা করার যোগ্যতা রাখে। এটা হতেই পারে। আমি জানিনা। যখন আমি এখানে এসেছি, প্রথম মৌসুমে কিছু না জেতার পর এটাও জানতাম না যে দ্বিতীয় মৌসুমে আমি কিছু জিততে পারবো কিনা। আগামীকাল কি ঘটবে, সেটাও আমার অজানা।

আর্সেনাল বাধা না টপকাতে পারলে ২০১৪-১৫ মৌসুমের পর প্রথমবারের মতো চতুর্থ রাউন্ডে ছিটকে যাবে ম্যান সিটি। তবে ঘরের মাঠে এফ এ কাপের ম্যাচ হারার ইতিহাসটা বেশ পুরনো গার্দিওলার জন্য। শেষ ৯ ম্যাচে জয়, ম্যাচ প্রতি অন্তত তিনটি করে গোল। এরপর আর্লিং হালান্ডের উড়তে থাকা ফর্ম, বেশ নির্ভার রাখার কথা বর্তমান লিগ চ্যাম্পিয়নদের।

প্রতিপক্ষের শক্তিমত্তা সম্পর্কে জানেন আর্তেতাও। এ ম্যাচকে তাই নিজেদের জন্য বড় পরীক্ষা হিসেবেই দেখছেন আর্সেনাল বস। মিকেল আর্তেতা বলেন, আমাদের জন্য বড় পরীক্ষা। আমার মতে তারা বর্তমানে সেরা দল এবং আমি এই ম্যাচের ফলাফলের জন্য অপেক্ষা করছি। কারণ এটাই জানাবে, আসলে এই মুহুর্তে আমাদের অবস্থানটা কোথায়।

এফএ কাপের শেষ চার দেখায় ম্যানসিটিকে হারিয়েছে আর্সেনাল। আর যতবারই তারা সিটির বিদায়ঘণ্টা বাজিয়েছে, তার প্রতিটি আসরেই ফাইনাল খেলেছে গানার্স। সবশেষ ২০২০ সালে গার্দিওলার দলকে সেমিতে হারিয়ে শিরোপা জিতেছিল আর্সেনাল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
প্রযুক্তি সহায়তায়: রিহোস্ট বিডি