দেশের বিদ্যুৎ উৎপাদন নির্বিঘ্ন রাখতে বিদ্যুৎ উৎপাদনে ব্যাংক ঋণের সর্বোচ্চ সীমা প্রত্যাহার করেছে বাংলাদেশ ব্যাংক।
বৃহস্পতিবার (২ মার্চ) এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
এতে বলা হয়, বিদ্যুৎ উৎপাদনে প্রয়োজনীয় অর্থ সরবরাহ নির্বিঘ্ন রাখতে এ খাতে জ্বালানি তেলসহ অন্যান্য কাঁচামাল আমদানির জন্য বিদ্যুৎ উৎপাদনকারী কোনো একক ব্যক্তি, প্রতিষ্ঠান বা গ্রুপকে কোনো ব্যাংক ঋণ দেয়ার ক্ষেত্রে ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ২৬খ(১) ধারার ২৫ শতাংশের সর্বোচ্চ সীমা আগামী ৩১ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত কার্যকর হবে না।
এ সুযোগ চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত বহাল থাকবে এবং ঋণের সর্বোচ্চ সীমা কত হবে তা বাংলাদেশ ব্যাংক নির্ধারণ করবে বলেও জানানো হয়েছে।
ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী কোনো ব্যাংক তার মূলধনের ২৫ শতাংশের বেশি ঋণ কোনো প্রতিষ্ঠানকে দিতে পারবে না। তবে বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর জন্য এ সীমা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।