1. rashidarita21@gmail.com : bastobchitro :
বিদ্যুতের দাম তিন কারণে বাড়েনি | Bastob Chitro24
রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৪:০০ অপরাহ্ন

বিদ্যুতের দাম তিন কারণে বাড়েনি

ঢাকা অফিস
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) তিন কারণে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর আবেদনে সাড়া দেয়নি।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) বিদ্যুতের দাম পুনর্নির্ধারণ নিয়ে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিইআরসির চেয়ারম্যান আব্দুল জলিল বিদ্যুতের দাম না বাড়ানোর প্রসঙ্গে ব্যাখ্যা দেন।

বিপিডিবির প্রস্তাবে সাড়া না দেয়ার বিষয়ে কমিশন জানিয়েছে, পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম পুনর্নির্ধারণে বিপিডিবি যে আবেদন করেছে, সেখানে বিদ্যুতের পাইকারি মূল্যহার পুনর্নির্ধারণের ফলে ভোক্তা পর্যায়ে অনিবার্য প্রভাব নিয়ে কোনো সুস্পষ্ট পর্যালোচনা নেই। এ ছাড়া বিদ্যুতের দাম বাড়ানোর কারণে দ্রব্যমূল্য ও মানুষের জীবনযাত্রায় কীরূপ প্রভাব পড়বে তা নিয়ে কোনো ব্যাখ্যা নেই।
দ্বিতীয়ত, বিপিডিবির আবেদনে তথ্য-উপাত্তের অস্পষ্টতার কারণে দাম বাড়ানোর আবেদনটি যথাযথভাবে বিশ্লেষণ করা যায়নি।

তৃতীয়ত, বিপিডিবির পাশাপাশি অন্যান্য বিদ্যুৎ বিতরণ কোম্পানি বিভিন্ন বিদ্যুৎকেন্দ্র থেকে সরাসরি বিদ্যুৎ কিনে থাকে, যার তথ্য আবেদনে উল্লেখ করা হয়নি।

মূলত এ তিন কারণেই পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম পরিবর্তন না করে দাম বাড়ানোর আবেদন খারিজ করেছে বিইআরসি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
প্রযুক্তি সহায়তায়: রিহোস্ট বিডি