খুলনা প্রতিনিধি
খুলনা-০৪ অসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী বলেছেন- যারা বাংলাদেশ চায়নি তারাই বিদেশী ষড়যন্ত্রকারীদের ইশারায় জাতির পিতাকে স্ব-পরিবারে হত্যা করেছে। তারা ভেবেছিলো বঙ্গবন্ধু মরে গেলে বাংলাদেশ থেমে যাবে কিন্তু তাদের সেই ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আওয়ামী লীগের হাল ধরেছেন এবং বর্তমান বাংলাদেশকে বিশ্বের মধ্যে একটি অন্যতম উন্নয়নের রোল মডেলে পরিণত করেছেন।
বিএনপি ও স্বাধীনতা বিরোধীরা এই উন্নয়নে ঈর্ষান্বিত হয়ে দেশ বিরোধী ষড়যন্ত্রে মেতে উঠেছে। তারা তাদের সেই পুরানো বিদেশী মিত্রদের সঙ্গে নিয়ে আসন্ন নির্বাচনকে বানচালের পায়তারা করছে। এই শোকের মাসে আমাদের শপথ নিতে হবে সম্মিলিতভাবে আমরা রাজপথ থেকে ওই অপশক্তিকে মোকাবেলা করতে হবে।
বুধবার (৩০ আগস্ট) বিকেল ৫ টায় স্থানীয় শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের হলরুমে স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শেখ আনিচুল হকের সভাপতিত্বে এবং খান ফরাদুজ্জামান সুমনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় সম্মানিত অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শেখ শহীদুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ মোঃ আবু হানিফ। বিশেষ অতিথি ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এম এম অজিজুর রহমান রাসেল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এফ এম অহিদুজ্জামান, সাধারণ সম্পাদক কে এম আলমগীর হোসেন, উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান মোঃ শারাফাত হোসেন মুক্তি। অন্যানের মধ্যে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মঈন উদ্দিন মাসুদ রানা, এইচ এম কামাল হোসেন, যুগ্ম সম্পাদক আবু সালেহ বাবু, সাংগঠনিক সম্পাদক সুরজিত মন্ডল, প্রচার সম্পাদক মোঃ ওহিদুজ্জামান, দপ্তর সম্পাদক মোঃ আবু সাঈদ খান, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা সিরাজুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন, অনুপম মন্ডল, কামরুল হাসান বাপ্পী,শফিকুল ইসলাম সোহাগ, মাকসুদুল আলম মামুন, সোহাগ জমাদ্দার, জেলা ছাত্রলীগ নেতা শেখ মোঃ রাসেল, স্বেচ্ছাসেবক লীগ নেতা শাহাবুদিন লিটন, সজীব হোসেন, ডলার ঢালী. জুয়েল মোল্যা, পার্থ মুখার্জি, শরীফুল ইসলাম, নয়ন লস্কার, আজিম মোল্যা, আজমীর মোল্যা, বাবু, ফেরদৌস, বাবুল সরদার, এরশাদ আলী, আজমল হোসেন। আলোচনা সভা শেষে এক শোক র্যালী বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক ও বাজার প্রদক্ষিণ করে।