1. rashidarita21@gmail.com : bastobchitro :
ফিফার সেরা গোলরক্ষকের দৌড়ে মার্টিনেজ | Bastob Chitro24
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৭:৫৫ পূর্বাহ্ন

ফিফার সেরা গোলরক্ষকের দৌড়ে মার্টিনেজ

ঢাকা অফিস
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২

কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন করার পেছনে গোলবারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এমিলিয়ানো মার্টিনেজ। অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে অ্যাস্টন ভিলার এ গোলরক্ষক ২০২২ সালে ফিফার সেরা গোলরক্ষক অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছেন।

চলতি বছর সেরা গোলরক্ষকের দৌড়ে মার্টিনেজ ছাড়াও জায়গা করে নিয়েছেন ব্রাজিলের অ্যালিসন বেকার, মরক্কোর ইয়াসিন বুনো, বেলজিয়ামের থিবো কর্তোয়া, ক্রোয়েশিয়ার ডমিনিক লিভাকোভিচ, ফ্রান্সের মাইক মাইক মেনিয়ঁ ও বায়ার্ন মিউনিখের ম্যানুয়েল নয়্যার।

২০২১ সালের ৮ আগস্ট থেকে ২০২২ সালের ১৮ ডিসেম্বর পর্যন্ত সময়ে এ সাত গোলরক্ষকের পারফরম্যান্স বিবেচনায় আগামী বছরের ২৭ ফেব্রুয়ারি বিজয়ীর নাম ঘোষণ করবে ফিফা। আন্তর্জাতিক এবং ক্লাব পর্যায়ের পারফরম্যান্স বিবেচনায় ফিফা সেরা গোলরক্ষককে বেছে নেবে। এর আগে গত বছর সেনেগাল ও চেলসির গোলরক্ষক এদুয়ার্দ মেন্ডিকে সেরা গোলরক্ষকের অ্যাওয়ার্ড তুলে দিয়েছিল ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।

এবার সেরা গোলরক্ষকের দৌড়ে অনেকটা এগিয়ে আছে আর্জেন্টাইন গোলরক্ষক। ফিফা তাদের প্রতিবেদনে জানিয়েছে , প্রশ্নাতীতভাবে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে বড় ভূমিকা ছিল মার্টিনেজের।

বিশ্বকাপের ফাইনালের ফ্রান্সের বিপক্ষে ১২৩ মিনিটে কোলো মুয়ানির করা শট ঠেকিয়ে দিয়ে তিনি আলবিলেস্তেদের নিশ্চিত পরাজয় থেকে বাঁচান। ফিফার চোখে যেটি ফুটবল ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ সেভ। কারণ, এই একটি সেভ তাদের শেষ পর্যন্ত বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরতে সাহায্য করেছে।

ফিফা তাদের প্রতিবেদনে আরও জানায়, পুরো বিশ্বকাপ আসরজুড়েই দুর্দান্ত ছিল মার্টিনেজ। নেদারল্যান্ডস এবং ফ্রান্সের বিপক্ষে টাইব্রেকারে তার গোলকিপিং নৈপুণ্যের কারণেই বিশ্বকাপ ঘরে তোলে আর্জেন্টিনা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
প্রযুক্তি সহায়তায়: রিহোস্ট বিডি