1. rashidarita21@gmail.com : bastobchitro :
নেদারল্যান্ডস-যুক্তরাষ্ট্র ম্যাচ দিয়ে নকআউটের লড়াই শুরু | Bastob Chitro24
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৮:৪১ পূর্বাহ্ন

নেদারল্যান্ডস-যুক্তরাষ্ট্র ম্যাচ দিয়ে নকআউটের লড়াই শুরু

ঢাকা অফিস
  • আপডেট টাইম : শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২

শেষ হয়েছে কাতার বিশ্বকাপের গ্রুপ পর্বের খেলা। এবার পালা নকআউটের। নকআউট পর্বের প্রথম ম্যাচে শনিবার (৩ ডিসেম্বর) রাত ৯টায় মাঠে নামছে নেদারল্যান্ডস ও যুক্তরাষ্ট্র। খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে শক্তিশালী একাদশ নিয়ে নামছে ডাচরা, তাদের টেক্কা দিতে শক্তিশালী একাদশ সাজিয়েছে যুক্তরাষ্ট্রও।

কাতার বিশ্বকাপে এখন পর্যন্ত ৩টি করে গোল করেছেন পাঁচজন খেলোয়াড়। এর মধ্যে আছেন নেদারল্যান্ডসের কোডি গ্যাকপোও। তাকে শুরুর একাদশে রেখেছেন ডাচ কোচ লুইস ফন গাল। আবার ডেভি ক্লাসেন করেছেন দ্বিতীয় সর্বোচ্চ দুটি অ্যাসিস্ট। তাকেও একাদশে রেখে নেদারল্যান্ডস দল সাজানো হয়েছে।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় তারকা ক্রিস্টিয়ান পুলিসিচ। ডাচদের বিপক্ষে শুরুর একাদশেই আছেন তিনি। কাতার বিশ্বকাপে দলের হয়ে একটি গোল করেছেন পুলিসিচ। এবারের আসরে যুক্তরাষ্ট্রের হয়ে প্রথম গোলটি করেছিলেন টিমোথি উইয়াহ। আক্রমণভাগে পুলিসিচের সঙ্গে তিনিও আছেন।

যুক্তরাষ্ট্র একাদশ: ম্যাট টার্নার, টিম রিম, সার্জিনো ডেস্ট, এন্টোনি রবিনসন, ওয়াকার জিমারম্যান, ওয়েস্টন ম্যাককিনি, ইউনুস মুসা, টাইলার অ্যাডামস, ক্রিস্টিয়ান পুলিসিচ, জেসুস পেরেইরা ও টিমোথি উইয়াহ।

নেদারল্যান্ডস একাদশ: আন্দ্রিস নোপার্ট, হুরিয়েন টিম্বার, ফন ডাইক, নাথান একে, ডেনজেল ডামপ্রিস, ডেলি ব্লাইন্ড, ফ্রেঙ্কি ইয়ং, মার্টেন ডি রুন, কোডি গ্যাকপো, মেম্ফিস ডিপাই ও ডেভি ক্লাসেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
প্রযুক্তি সহায়তায়: রিহোস্ট বিডি