1. rashidarita21@gmail.com : bastobchitro :
নভেম্বরে বঙ্গোপসাগরে একাধিক ঘূর্ণিঝড়ের শঙ্কা | Bastob Chitro24
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১১:৩৫ অপরাহ্ন

নভেম্বরে বঙ্গোপসাগরে একাধিক ঘূর্ণিঝড়ের শঙ্কা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩

নভেম্বরের দ্বিতীয়ার্ধে বঙ্গোপসাগরে সৃষ্টি হতে পারে দুইটি ঘূর্ণিঝড়। এরমধ্যে অন্তত একটি ঘূর্ণিঝড়ের কারণে ভারতের পশ্চিমবঙ্গে বৃষ্টি হতে পারে।ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।পূর্বাভাস অনুসারে হিন্দুস্তান টাইমস বলছে, আগামী ১৫-১৮ নভেম্বরের মধ্যে বঙ্গোপসাগরে তৈরি হতে পারে একটি ঘূর্ণিঝড়। এটি ১৮–২১ নভেম্বরের মধ্যে স্থলভাগে প্রবেশ করতে পারে।

প্রতিবেদনে বলা হয়েছে, এই ঘূণিঝড় স্থলভাগে প্রবেশ করার আগেই আন্দামান সাগরে আরেকটি ঘূণিঝড় সৃষ্টি হতে পারে। যা ২৪ বা ২৫ নভেম্বর স্থলভাগে প্রবেশ করতে পারে। তবে এ দুইটি ঘূণিঝড় কোন দিক দিয়ে স্থলভাগে প্রবেশ করবে তা এখনও স্পষ্ট নয়।

এছাড়া চলতি মাসের শেষে বা ডিসেম্বরের প্রথম সপ্তাহে আরও একটি ঘুর্ণিঝড় সৃষ্টির সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে। ঘুর্ণিঝড়গুলো কতটা শক্তিশালী হবে-সেগুলো সৃষ্টির পর বলা যাবে বলে পূর্বাভাসে বলা হয়েছে।

সুত্র:ঢাকা অফিস

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
প্রযুক্তি সহায়তায়: রিহোস্ট বিডি